Published Paper Details:
VIDYASAGARER GADDYA RITI.
AFROJA YEASMIN
সাময়িকপত্র, তত্ত্ববোধিনী, বিরাম চিহ্ন, সাধু গদ্য, সীতার বনবাস
কবিতা বা পদ্য আমাদের অনুভূতিকে জাগিয়ে তোলে কল্পনার জগতে বিচরণ করতে শেখায়। অন্যদিকে গদ্য আমাদের দীক্ষিত করে পৌঁছে দেয় বাস্তবতার শিক্ষালোকে। তবে গদ্য বা পদ্যের ব্যবধান খুব বেশি নয়। উভয়ই পাঠকের মানসিক ক্রিয়ার ওপর নির্ভরশীল। প্রকৃতিগত বিচারে গদ্য ও পদ্য দুইয়ের উপাদান ভিন্ন। শব্দ, বাক্য হ্রস্ব বাক্য, বাক্যাংশ সমবায়ে গঠিত দীর্ঘ বাক্য ইত্যাদি নানা প্রকার উপাদান গদ্যে পরিলক্ষিত হয়। আবার গদ্য-পদ্যের গুণগত ব্যবধান লক্ষ করা যায়। আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনে হাঁটা চলা কথাবার্তায় একপ্রকার স্টাইল পরিলক্ষিত হয়। যা ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন হয়ে থাকে একই ভাবে বাংলা গদ্যের উৎপত্তিকাল থেকে স্টাইল বিশেষে প্রত্যেক লেখকের গদ্যভাষা ভিন্ন প্রকারের হয়।
Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL
Paper ID : tirj/July/22/article-11
Page No : 108 -114
Published In :Volume 2, Issue 3, July 2022
DOI (Digital Object Identifier) :
E ISSN : 2583-0848