Published Paper Details:

KOLOKATAR BABU SAMAJ : PRASANGA HUTUM PECHAR NAKSHA.

MD. MOZAHID

ইংরেজ, জমিদার, জলশৌচ, খ্যামটা নাচ, বাঈ নাচ, বাবু সম্প্রদায়, বিনোদন

পলাশীর যুদ্ধে ইংরেজ শক্তি জয়লাভ করে শাসন ক্ষমতা লাভ করে। ইংরেজরা তাদের শাসন ক্ষমতা সুচারুভাবে পরিচালনা করতে এদেশীয় (বাংলার) ধনাঢ্য ব্যক্তিদের নিজেদের কাজে ব্যবহার করে। প্রত্যেক এলাকার জমিদারদের দায়িত্ব ছিল নিজের এলাকায় কর আদায় করা ও রক্ষণাবেক্ষণ করা। এই শুল্ক আদায়কারীরাই হল বাবু। এই বাবু সম্প্রদায় ছিল সেকালের জমিদার ও ধনাঢ্য ব্যক্তি। তাঁরা নিজেদেরকে ইংরেজের মতো করে তুলতে চাইলো। বাবুরা ইংরেজদের অনুকরণে মদ, বেশ্যার প্রতি আসক্ত হয়ে পড়েন। বাবুরা সমাজের দায়বদ্ধতাতে বিবাহ করতেন কিন্তু রাত কাটাতে বেশ্যার ঘরে। এরা উপলক্ষ বা উপলক্ষ ছাড়াই নাচ-গানে, কুকুরের বিয়েতে, খ্যামটা নাচে, বেশ্যার পিছনে জলের মতো অর্থ ব্যয় করতেন। কিন্তু কোনো দরিদ্রকে একটি টাকা দিতেন না। হুতোম প্যাঁচা তাঁর নকশায় এই বাবু সম্প্রদায়কে নানাভাবে ব্যঙ্গ-বিদ্রুপ করছেন। তাদের মুখোশ টেনে ছিঁড়ে দেখিয়ে দিয়েছেন তারা আসলে কি! যে ভদ্র বাবু সকালে স্ত্রীর সঙ্গে বসে চা পান করছেন, সে সারারাত্রি বেশ্যার ঘরে কাটিয়ে এলেন নকশাকার আড়ালে থেকে একথা বলে দিয়েছেন। বাবু মাত্রই ধনী, কিন্তু ধনী মাত্রই বাবু নন। টাকা থাকলেই যে বাবু হওয়া যায় এমন নয়, বাবু হতে গেলে বিশেষ কিছু গুণ থাকতে হবে। বাবু হতে গেলে কুকুরের বিয়েতে লাখ টাকা ব্যয় করতে হবে, বেশ্যার বাড়ি আসা যাওয়া করতে হবে। বাঈ নাচ, খ্যামটা নাচের আসর বসাতে হবে। তাই তো রামদুলাল সরকার বাবু হয়নি টাকা ছিল তবুও। কেননা তাঁর এইসব গুণ ছিল না। কালীপ্রসন্ন সিংহ এইভাবে বাবুদের সম্পর্কে চমৎকার সব কথা বলেছেন। বাংলায় এখন বাবু নেই তবে বাবুদের অনুকরণকারী এখনো রয়ে গেছে। বাঙালি চিরকাল অন্যকে অনুসরণ করে নিজের মূল্য নিজেই বুঝতে পারেনি আজও। মোগলদের সময় বাঙালি ছিল দুর্বল, ইংরেজ আমলেও ছিল পিছিয়ে। এরা কখনই অপরের কথা ভাবেনি শুধু নিজের উদর পুরেছে তাই বাংলার অবস্থা সেই একই, মনের দিক থেকে কোনো পরিবর্তন হয়নি। 

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj/July/22/article-14

Page No : 130 -136

Published In :Volume 2, Issue 3,  July 2022

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License