Published Paper Details:
BANI BASUR UPANNYASH UJAN-ZATRA : ATITER ALOKMALAY SWADHINATA PARABARTI BHARAT BHABNA.
DR. LATIF UDDIN
উজান-যাত্রা’, আদি ভারতবর্ষ, পুরুষতান্ত্রিক, নারী বঞ্চনা, জীবনদর্শন, কলাকৌশল, চরিত্র গঠন, গঠন কাঠামো
‘উজান-যাত্রা’ পরবর্তিত ভারতের নতুন পথের সন্ধান এঁকেছে। বহুধা বিভক্ত ভারতবর্ষে সামাজিক সন্ধির যে আত্মবিন্যাসে মুক্তির যর্থাথতা রয়েছে এ উপন্যাসের চরিত্রগুলি তাকে সদর্থক রঙে ছড়িয়ে দিয়েছে। বিভিন্ন সামাজিক স্তর থেকে উঠে আসা মানুষের আত্মবিশ্লেষণ, আত্মানুসন্ধান ও পারস্পরিক ভাববিনিময়ের মধ্যে নিয়ত পরিবর্তিত ভারতীয় মূল্যবোধের ভাঙাগড়ার অনুসন্ধান লক্ষ্য করি এ আখ্যানে।
ভারতীয়ত্বের শিকড় সন্ধান যেমন আমাদের শক্তি তেমনি পুরুষতান্ত্রিক সমাজে নারীর বঞ্চনার ইতিহাস আমাদের দুর্বলতা। নারীর মনস্তত্ত্ব বোধহয় মহিলা কলমে অনেকবেশি বাস্তবতা পায়। এ সময়ের অন্যতম শ্রেষ্ঠ কথাকার বাণী বসুর ‘শ্বেতপাথরের থালা’য় আমরা তেমনটাই দেখেছি। তবে একথাও ঠিক তারাশঙ্করের উপন্যাস, গল্পে নারীচরিত্রের যে জটিল আদিম প্রবৃত্তির উৎসমুখ দেখি এখানে তা দুর্লভ। আবার রবীন্দ্রনাথ, বনফুল, সুবোধঘোষ, আশাপূর্ণা দেবীর কলমের নারীভাবনার স্পর্শ পাই বাণী বসুর কথায়। আলোচ্য প্রবন্ধে উঠে এসেছে এসবই।
গবেষণাধর্মীতা ‘মৈত্রয় জাতক’এর কথাকারের অন্যতম অবলম্বন। আলোচিত ‘উজান-যাত্রা’ উপন্যাসে তার ছাপ আছে সর্বত্র। আদিবাসী এবং প্রাচীন ভারতীয় অনার্য সংস্কৃতির সন্ধানে তাঁর খোঁজ তারিফ করার মতোই।
মূল প্রবন্ধে এসবের অনুসন্ধান এবং পর্যবক্ষণ যেমন আছে, তেননি নতুন জীবনাদর্শ ও আত্মসম্মিলনের উজান- যাত্রাও আছে। গঠনরীতি, চরিত্র, পটভূমির বিভিন্ন আঙ্গিকের মধ্যে খোঁজ করা হয়েছে সহজ প্রবাহমান আখ্যনের শিল্পরীতির মধ্যে সাহিত্যধারার যে সার্থকতা রয়েছে তাকেও।
Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL
Paper ID : tirj/July/22/article-22
Page No : 202 -209
Published In :Volume 2, Issue 3, July 2022
DOI (Digital Object Identifier) :
E ISSN : 2583-0848