Published Paper Details:
ZAHIR RAIHANER ‘BARAF GALA NADI’TE NIMNYA MADHYABRITTYER SUKH-DUKKHER JIBONCHITRA.
WAHIDUZZAMAN RANI
জহির রায়হান, সমাজবাস্তবতা, আর্থিক টানাপোড়েন, সাংসারিক কর্মকাণ্ড, দায়িত্ব, পেশাগত সমস্যা, জীবনচিত্র
কথাসাহিত্যিক জহির রায়হানের ‘বরফ গলা নদী’ উপন্যাসে সমাজের বাস্তবচিত্র ফুটে উঠেছে। নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির মানুষদের জীবন যন্ত্রণার চিত্র এতে প্রতিভাত হয়েছে। কেরানি হাসমত আলীর বৃহৎ সংসারের টানাপোড়েনের দুঃসহ জ্বালা এতে উপস্থাপিত হয়েছে। কম টাকায় ভাড়া বাড়িতে বসবাস করার কুফল, গৃহের আসবাবপত্রে জীর্ণতার ছাপ, অতিথি অ্যাপায়নে দরিদ্রতার দৃশ্য, টিউশনি করে দিন গুজরান ইত্যাদি চিত্র এতে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সংসারের সুখ বজায় রাখতে মায়ের সদর্থক ভূমিকাও সদর্পে প্রতিভাত হয়েছে। রেস্তোঁরা শুধু খাবারের স্থান নয়, বেকারদের জন্য চাকরির বিজ্ঞাপনের খবর দিতে খবরের কাগজের যোগান এবং বিয়ের জন্য অবিবাহিতা মেয়েদের খোঁজ দিয়ে সমাজসেবার কাজ করে ম্যানেজার খোদাবক্স— তারও সুচারু বর্ণনা দেওয়া হয়েছে। সত্য ঘটনা সংবাদপত্রের সম্পাদক প্রকাশ করতে না চাওয়ায় সৎ সাংবাদিকের কাজে ইস্তফা প্রদান লক্ষ্যণীয়। সংসারের দায়িত্ব পালনে পিতা, বড়ো পুত্র, বড়ো মেয়ের ভূমিকার কথা ব্যক্ত হয়েছে। ব্যবসায় ধারে কারবার দেখা গেলেও খদ্দের চটালে ব্যবসার ক্ষতি হয় বলে পাশ কাটিয়ে অন্য প্রসঙ্গের অবতারণা এতে উঠে এসেছে। গরিবের সংসারে বিয়ের খরচের চিন্তায় ব্যতিব্যস্ত, ব্যবসার প্রতিযোগিতায় টিকে না থাকার চিত্র, ক্যামেরায় ছবি না তুলতে চাওয়ার ধর্মীয় সংস্কার, বড়োলোক বরের গরিব শ্বশুরবাড়ির প্রতি ব্যবহার, সত্য ঘটনা গোপন না করায় নির্মমতার চিত্র, চাকরি করাকে গোলামি করার সমতুল দৃষ্টিতে দেখা— এতে বর্ণিত হয়েছে। আর্থিক দৈন্যতার ফলে একটি বৃহৎ পরিবারের দু-একজন ছাড়া নির্মমভাবে নিশ্চিহ্ন হবার দুঃসহ জীবনচিত্র এতে প্রস্ফুটিত হয়েছে।
Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL
Paper ID : tirj/July/22/article-24
Page No : 216 -223
Published In :Volume 2, Issue 3, July 2022
DOI (Digital Object Identifier) :
E ISSN : 2583-0848