Published Paper Details:
DESH BHAGER PREKKHIT : ABU RUSHDER ‘NONGAR’ BONAM SHAKTIPADA RAJGURUR ‘DANDAK THEKE MARICHJHAPI’.
SATYA DEBNATH
দেশভাগ, স্বাধীনতা আন্দোলন, হিন্দু, মুসলিম, উদ্বাস্তু, ‘দণ্ডক থেকে মরিচঝাঁপি’
ভারতের স্বাধীনতা আন্দোলন যখন শুরু হয়েছিল তখন সেটা ছিল দেশ মায়ের প্রতি পবিত্র ভালোবাসার অর্ঘ্য, তখন সেখানে কোন স্বার্থপরতা ছিল না। দেশ মাতৃকাকে শৃংখল মুক্ত করতে যারা নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন সেখানেও ছিলনা কোন স্বার্থের গন্ধ। পরবর্তীকালে এই পবিত্র ধারায় এল কালিমা। সবাই যে স্বার্থপর ছিল তা নয় কিন্তু কিছু মানুষের স্বার্থপরতা, মূর্খতা ও অদূরদর্শিতার জন্যই ভারতবাসী এত বছরের কাঙ্খিত স্বাধীনতা পেলেও তা ছিল কালিমালিপ্ত ও খন্ডিত। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন দূরদর্শী তাই স্বাধীনতার অনেক বছর আগেই তিনি দেশ ভাগের মতো খারাপ কিছুর ইঙ্গিত পেয়েছিলেন। তিনি দুঃখ করে বলেছিলেন—
“একটা বড় আশ্চর্য জিনিস দেখেছি এই বাংলাদেশে, যে সব পুরুষ এখানে দেশনেতাদের সম্মান লাভ করেন, নিম্নশ্রেণির মেয়েদের মতো ঘর ভাঙাভাঙির খেলাকেই তাঁরা উচ্চ রাজনীতি বলে ঘোষণা করেন। ... এখানকার লোকে তাই তিলে তিলে কিছু গড়ে তুলবার জন্য দল বাঁধে না, দল বাঁধে গড়া জিনিসকে ভাঙবার পৈশাচিক আনন্দে। এ জিনিসকেও ক্ষমা করা যেত, যদি না দেখতাম পিছনে ব্যক্তিগত স্বার্থবুদ্ধি তার দ্রংষ্টা বের করে আছে। ...এই সর্বনাশা প্রবৃত্তি দিনে দিনে প্রবল হয়ে উঠেছে বাংলাদেশে, বুদ্ধির অভাব বশতঃ নয়, এর মধ্যে দুর্বুদ্ধি আছে, আছে শয়তানি। জীবনের প্রত্যেক ক্ষেত্রে অসাধুতা তার জয়পতাকা তুলেছে; স্বার্থবুদ্ধি এবং স্বেচ্ছাচার সকল কল্যাণকে করেছে বিনিষ্ট। ...তারা নামে এবং মহিমায় যেই হোক, আসলে দেশের শত্রু। ...আমাদের বাঁচবার কোন পথই নেই।”১
Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL
Paper ID : tirj/July/22/article-25
Page No : 224 -230
Published In :Volume 2, Issue 3, July 2022
DOI (Digital Object Identifier) :
E ISSN : 2583-0848