Published Paper Details:

DR. DIPAK CHANDRER ‘BIBHISHAN’ NIRMANER ALOKE.

DR. TALU BESRA

বিনির্মাণ, পুনঃনির্মাণ, পুরাণ-মানুষ, ঘরশত্রু, বিশ্বাসঘাতক, রাজনীতি শ্রেণি সংঘাত, বীরধর্ম, মিথ, স্বজাতিদ্রোহী

রামায়ণের অন্যতম চরিত্র বিভীষণ। রামায়ণ বলতে আমরা রাম-রাবণের যুদ্ধ মহাকাব্য বলে থাকি। কিন্তু এই কাহিনির পেছনে অন্যতম একটি চরিত্র বিভীষণ। রামের পক্ষে বিভীষণ না থাকলে কিছুতেই রাবণ ও রাবণের সাম্রাজ্যকে ধ্বংস করা সম্ভব হত না। রাবণের পর লঙ্কার স্বর্ণ সিংহাসনে বিভীষণ রাজা হয়ে বসার পরে লঙ্কার রাজনীতির হাল কী হলো আদি কবির মহাকব্যে তার কোনো বিবরণ নেই। শুধুমাত্র রামচন্দ্র যখন অশ্বমেধ যজ্ঞ করলেন তখন বিভীষণ সেই মহাযজ্ঞের একজন সম্মানিত অতিথি রূপে অযোধ্যায় উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গ ছাড়া বিভীষণের আর কোন কথা উল্লেখ নেই। অথচ লঙ্কার রাজা হয়ে বিভীষণের দশা কী হল সে কথা জানার জন্য কৌতূহল হওয়া খুব স্বাভাবিক। এই কৌতূহল নিবৃত্ত করার লক্ষ্যে ড. চন্দ্র রামায়ণে যা আছে এবং নেই তা নিয়েই এক নব রামায়ণের ধারা সৃষ্টি করলেন। রামায়ণের মহিমা বজায় রেখে বলা যেতে পারে লেখক বিভীষণকে নতুন করে বিনির্মাণের আলোকে তুলে ধরলেন। ফলে মিথের পুনঃনির্মাণ আলোচ্য উপন্যাসে এক নতুন মাত্রা পায়।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj/July/22/article-36

Page No :  324 -331

Published In :Volume 2, Issue 3,  July 2022

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License