Published Paper Details:
MUKTI ZUDDHYA O BANGLA CHOTO GALPER BIBHINNYATA.
NAJMAH YASMEEN
মুক্তিযুদ্ধ, আভ্যন্তরীন পরিস্থিতি, উদ্বাস্তু ও শরণার্থী সমস্যা, সাধারণ মানুষের ভীত-সন্ত্রস্ত চেহারা, নারী নির্যাতন
ভাষা, ধর্ম ও রাজনীতির পঙ্কিল আবর্তে মুক্তিযুদ্ধের জন্ম হলেও বাঙালির আবেগ, আত্মসম্মান ও আত্মপ্রতিষ্ঠা এক্ষেত্রে জড়িত ছিল। বাংলা ছোটোগল্পের সমৃদ্ধ জগতে মুক্তিযুদ্ধের গল্প একটি স্বতন্ত্র সাহিত্য ধারা। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ছোটোগল্পে যুদ্ধকেন্দ্রিক বহুমাত্রিক দৃষ্টিকোণ উপস্থাপিত হয়েছে সুগভীর অভিনিবেশে। যুদ্ধের নারকীয়তা, রাজাকার সহ বিভিন্ন সহযোগীদের স্বার্থান্বেষী উল্লাস, পৈশাচিক নারী-নির্যাতন, স্বদেশ হারানো মানুষের জীবন যন্ত্রণা, অস্তিত্বের সংকট, স্বদেশে প্রত্যাবর্তনের অনিশ্চিত আশা, যুদ্ধ পরবর্তী দেশ-জন্মের প্রাক্কালে স্বজন হারানো মানুষের হতাশা, নৈরাশ্য ও ক্ষোভ মুক্তিযুদ্ধ-আশ্রয়ী ছোটোগল্পের বিষয় হয়ে উঠেছে। বাস্তব অভিজ্ঞতার আলোকে, বর্ণনা বৈচিত্র্যে ঋদ্ধ ছোটোগল্পগুলি সত্তর দশকের রাজনৈতিক গল্পের আলোচনায় তথ্যনিষ্ঠ আকর বলে বিবেচিত হয়।
Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL
Paper ID : tirj/July/22/article-38
Page No : 343 -353
Published In :Volume 2, Issue 3, July 2022
DOI (Digital Object Identifier) :
E ISSN : 2583-0848