Published Paper Details:

FRAYEDIYO MANOBIKALAN TATTYA O MANIK BANDHYAPADDHYAYER ‘PRAGOITIHASIK’ GALPA NIYE KICHU KATHA.

KOEL ROY

মনোবিকলন তত্ত্ব, চেতন, অচেতন, ইগো, যৌন প্রবৃত্তি, মানসিক অতৃপ্তি

রবীন্দ্র আবহ থেকে স্বতন্ত্রে অবস্থানকারী মানিক বন্দ্যোপাধ্যায় যে সময়ে সাহিত্য রচনায় ব্রতী হয়েছিলেন সে সময়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সংঘটিত হয়েছিল বিভিন্ন ঘটনা। যেমন- রাশিয়ার সমাজতান্ত্রিক প্রতিষ্ঠা, বিভিন্ন দেশে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে গণতন্ত্রের প্রতিষ্ঠা, ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা ইত্যাদি ছাড়াও প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বাংলার তরুণ সাহিত্যিকরা পরিচিতি লাভ করে পাশ্চাত্যের বিভিন্ন সাহিত্যিকদের সাহিত্য এবং তত্ত্বের সঙ্গে, যার প্রভাব দেখা যায় মানিক সাহিত্যেও।

মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যের দুটি পর্বের মধ্যে প্রথম পর্বটিকে বলা হয় ফ্রয়েড প্রভাবিত সাহিত্য এবং দ্বিতীয় পর্বটিকে বলা হয়‌ মার্কসীয় দর্শন প্রভাবিত সাহিত্য। আমরা প্রবন্ধটিতে প্রথম পর্বের অন্তর্গত ‘প্রাগৈতিহাসিক’ ছোটোগল্পটিকে মনোবিকলন তত্ত্বের আলোকে আলোচনা করার আগে মনোবিকলন তত্ত্ব সম্পর্কে প্রাথমিক কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছি। সিগমুন্ড ফ্রয়েডের লিখিত ‘ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস্’ বইটিতে যে তত্ত্বের অবতারণা করেন তার ওপর ভিত্তি করেই গড়ে ওঠে আধুনিক সাইকোঅ্যানালাইসিস বা মনোসমীক্ষণ। সেসময়ে ফ্রয়েডের এই তত্ত্বকে ঘিরে গোটা বিশ্বে তৈরি হয় বিরাট আগ্রহ। ফ্রয়েড তাঁর তত্ত্বে মানুষের যৌন আকাঙ্ক্ষা, অবদমন এবং শৈশবকালীন যৌনতার বিষয়ে যে ধারণা প্রদান করেছেন তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। শেষে মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘প্রাগৈতিহাসিক’ ছোটোগল্পটিতে এই তত্ত্বের আলোকে আলোচনা করার চেষ্টা করা হয়েছে।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj/July/22/article-41

Page No : 372 -377

Published In :Volume 2, Issue 3,  July 2022

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License