Published Paper Details:
HARINARAYAN CHATTOPADHYAY : BHOUTIK GALPER EK ANABADDYA KARIGAR.
PRATAP CH. DAS
অলৌকিক, পাঁচ মুন্ডির আসর, অমর-ধাম, পিছনের জানলা
হরিনারায়ণ চট্টোপাধ্যায় স্বদেশ এবং বিদেশের নানা অভিজ্ঞতাকে অবলম্বন করে একের পর এক বৈচিত্র্যময় ভয়ের কাহিনিগুলি রচনা করেছেন। এই কাহিনিগুলির মধ্যে রয়েছে ভৌতিক, অলৌকিক, অতীন্দ্রিয়, অতিপ্রাকৃত তথা পারলৌকিক ব্যাখ্যাতীত গল্প। অত্যন্ত স্বল্প পরিসরে ভয়ের পরিবেশ নির্মাণে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর সৃষ্ট ভূতেরা কখনো একক ভাবে, কখনো দলবদ্ধ ভাবে আবার কখনো জড়বস্তুর আকারে দেখা দিয়েছে। প্রকৃতির কারুকার্যময় বর্ণনা তাঁর ভৌতিক গল্পগুলিকে অন্য এক জগতে নিয়ে গেছে। তিনি ‘গোয়েন্দা ও প্রেতাত্মা’ গল্পটিতে সৃষ্টি করেছেন বিখ্যাত গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর ভাইপো পারিজাত বক্সীকে। হরিনারায়ণ চট্টোপাধ্যায় তাঁর ভৌতিক গল্পগুলির প্লট নির্বাচনে অভিনবত্বের পরিচয় দিয়েছেন।
Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL
Paper ID : tirj/July/22/article-42
Page No : 378 -388
Published In :Volume 2, Issue 3, July 2022
DOI (Digital Object Identifier) :
E ISSN : 2583-0848