Published Paper Details:
JAMI O JAMI SANGLAGNYA CHARITRA : ABHIJIT SENER NIRBACHITA KAYEKTI GALPER ALOKE.
BRAJA SOURAV CHATTOPADHYAY
জমি, চরিত্র, আধিয়ার, বর্গা, ধানপোকা, আইন-শৃঙ্খলা, দেবাংশী, বর্গক্ষেত্র, শিশুপাল, অসাধারণ
শিশুকালেই দেশত্যাগের স্মৃতি অভিজিৎ সেনের মনে দানা বেঁধেছে চিরকালীন ভাবে। শুধুমাত্রই ওপার বাংলা থেকে এপার বাংলায় আসা নয়, এখানে এসেও বিভিন্ন বার বিভিন্ন রকম ভাবে বাস্তুচ্যুত হয়েছেন অভিজিৎ সেন। পরিণত বয়সে জীবিকাসূত্রে বারবার স্থানবদল হয়েছে তাঁর। অভিজিৎ সেন সরাসরি কৃষক পরিবারের সন্তান নন, তবুও জমির হাতবদলের মতোই বারংবার স্থানচ্যুত হওয়ায় লেখক অভিজিতের অদম্য টান জমি এবং তাঁর মালিকানার প্রতি— একথা বলা খুব একটা অসঙ্গত হবে না।
শুরুর দিকে নকশাল আন্দোলনে প্রত্যক্ষ যোগাযোগ থাকলেও একসময় অভিজিৎ সেন নকশাল আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নেন এবং কিছুটা হলেও অজ্ঞাতবাসে বালুরঘাট আসেন। নিজের সামনে বদলে যাওয়া পৃথিবী তথা পশ্চিমবঙ্গের অবস্থা অভিজিৎ সেনকে একাধারে সাহস জোগায়, অন্যদিকে প্রচ্ছন্ন অশনি সংকেতের আভাস দেয়। সরাসরি বিপ্লবের পথকেই নিজের সাহিত্যকর্মে ঠাঁই দেন অভিজিৎ সেন। পূর্ববর্তী স্বাধীনতা, দেশভাগ, খাদ্য আন্দোলন, তেভাগা ও একাধিক ঘটনাক্রমে ‘জমি’ এই শব্দ অভিজিৎ সেনকে ভাবিত করে তোলে। গ্রামগঞ্জের মানুষের সঙ্গে শিশুকাল থেকেই সরাসরি মেলামেশার সুযোগে, অভিজিৎ সেনের প্রাথমিক পর্যায়ের সাহিত্যকর্মে মহাশ্বেতা দেবীর প্রত্যক্ষ প্রভাবে, পূর্ববর্তী তারাশঙ্কর পাঠের অনাবিল আতিশয্যে অভিজিৎ সেন ছোটগল্প রচনায় গ্রামকে বেছে নেন। উল্লেখ্য, নগরায়নের আতিশয্যে একদিকে শহুরে সভ্যতাও যেমন ক্রমশ পরিবর্তনশীল হয়ে উঠছিল ঠিক তেমনই পশ্চিমবাংলার খ্যাত-অখ্যাত গ্রামগুলি, তথা সেই গ্রামের মানুষগুলির মধ্যেও যথেষ্ট পরিবর্তন এসেছিল কখনও সংঘাতে, কখনও সংরাগে। আর তাই অভিজিৎ সেনের ছোটগল্পে জমি ও জমিকেন্দ্রিকতা শুধুমাত্রই সংরাগের আতিশয্যে বিশ্লেষণযোগ্য নয়, কখনও তা প্রত্যক্ষ বা পরোক্ষ বিদ্রোহের সার্থক নামান্তর হিসেবে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। আমাদের মূল প্রবন্ধ অভিজিৎ সেনের নির্বাচিত কয়েকটি গল্পে, জমি ও জমিসংলগ্ন চরিত্রগুলিকে আশ্রয় করে গড়ে উঠেছে।
Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL
Paper ID : tirj/July/22/article-46
Page No : 417 -429
Published In :Volume 2, Issue 3, July 2022
DOI (Digital Object Identifier) :
E ISSN : 2583-0848