Published Paper Details:
BYABAHARER BOICHITRE BIRAM CHINHA HAIPHEN.
AMIT PATRA
শব্দগত বা পদগত ব্যবহার, সংখ্যাগত ব্যবহার, ব্যাকরণগত ব্যবহার, ধ্বনিগত ব্যবহার, অন্বয়গত ব্যবহার, অন্যান্য
বাংলা ব্যাকরণের একটি প্রায়-অনালোচিত অথচ গুরুত্বপূর্ণ বিষয় হল হাইফেন। সাধারণত দুটি পদকে একসঙ্গে জোড়া লাগিয়ে একটি সমাসবদ্ধ পদে পরিণত করতে হাইফেনের ব্যবহার। কিন্তু সময়ের অগ্রগতিতে হাইফেনের ব্যবহার আজ বহুধাবিস্তৃত। শুধু একাধিক পদকে সংযোগ নয়, কখনো দেখা গেছে কোন একটি শব্দের দল বা অক্ষরগুলিকে বিচ্ছিন্ন করে দিতে ব্যবহৃত হচ্ছে এই হাইফেন। আবার কখনো দেখা গেছে, যে-স্থানে হাইফেনের উপস্থিতি একান্ত প্রয়োজন ছিল, সেখানেই এ অস্বাভাবিকভাবে অনুপস্থিত। আর যেখানে এ নিষ্প্রয়োজন, সেখানেই এর উপস্থিতি। সুতরাং ব্যাকরণের নিয়ম-রীতির উপর নয়, ব্যবহারকারীর মর্জির উপরেই হাইফেনের ব্যবহার নির্ভরশীল হয়ে পড়েছে। হাইফেনের সেই বৈচিত্র্যপূর্ণ ব্যবহারই আমাদের আলোচ্য।
Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL
Paper ID : tirj/July/22/article-56
Page No : 504 – 510
Published In :Volume 2, Issue 3, July 2022
DOI (Digital Object Identifier) :
E ISSN : 2583-0848