Published Paper Details:
GABESHANA O NOITIKATA – DHARANA, PRAYOJANIYATA O GURUTTYA.
SUBHADIP DUTTA
গবেষণা, ন্যায়-নীতি-নৈতিকতা, ন্যায়-নীতি শাস্ত্র, শিক্ষা গবেষণায় নৈতিকতা, প্রয়োজনীয়তা ও গুরুত্ব, গবেষণায় নৈতিকতার প্রয়োজন, নৈতিক গবেষণার নীতিসমূহ, প্লেগারিজম
মহাবিশ্বের সহস্র প্রাণী-জীবকূলের মধ্যে ‘মানুষ’-ই শ্রেষ্ঠ বুদ্ধিমত্তার কারণে। ‘মানুষ’ শব্দের সন্ধি বিচ্ছেদ করলে ‘মান’ ও ‘হুষ’ শব্দদ্বয় পাওয়া যায়। ‘মান’ শব্দের অর্থ ‘মনুষত্ব’ এবং ‘হুষ’ শব্দের অর্থ ‘জ্ঞান’, ‘শিক্ষা’, ‘বিচার-বুদ্ধি’, ‘ন্যায়-নীতি’ ‘সমাজ চেতনা’ প্রভৃতি। গবেষণা হল মানুষের বুদ্ধিবৃত্তিক অনুসন্ধান প্রক্রিয়া এবং নতুন কিছু আবিষ্কারের নেশায় বৈজ্ঞানিক কার্যাবলী। ‘গবেষণা’-র ইংরাজী প্রতিশব্দ ‘Research’, ‘Re’ অর্থাৎ, ‘পূনঃরায়’ এবং ‘Search’ অর্থাৎ, ‘অনুসন্ধান’। তাহলে ‘গবেষণা’ শব্দের অর্থ ‘পুনরায় অনুসন্ধান’ করা বা ‘পুনরনুসন্ধান’। গবেষণা (Research) শব্দটি ফ্রেঞ্চ শব্দ ‘Recerchier’ হতে এসেছে। যিনি গবেষণা করেন বা গবেষণা কর্মের সাথে জড়িত, তিনি গবেষক বা গবেষণাকারী নামে পরিচিত। গবেষণার মূল উদ্দেশ্য হল বাস্তবিক কোনো সমস্যার সমাধান করা। গবেষণা একটি ধারাবাহিক কার্যপ্রক্রিয়া যা নির্দিষ্ট ধাপ অনুসরণের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে। গবেষণা বিষয়ে ‘Research’ শব্দটি বাংলায় অধিক প্রচলিত একটি বচন যার সমর্থক শব্দ হল ‘জিজ্ঞাসা প্রদত্ত অনুসন্ধান’, ‘বিকিরন’ এবং ‘নিরুপন’। পুনরনুসন্ধান অথবা গবেষণা যাই-ই ব্যবহার করা হোক না কেন তার মূল উদ্দেশ্য সত্যের অনুসন্ধান। অর্থাৎ গবেষণা হল সত্যের অনুসন্ধানের বৈজ্ঞানিক প্রক্রিয়া, যার সাধারন অর্থ হল ‘সত্য’ ও ‘জ্ঞান’-র অনুসন্ধান। গবেষণার সন্ধি বিচ্ছেদ করলে মেলে ‘গো’+‘এষণা’। ‘গো’ শব্দের অর্থ হল ‘রশ্মি’ বা ‘কিরন’ তথা ‘আলোক’ এবং ‘এষণা’ শব্দের অর্থ ‘অম্বেষণ’ বা ‘অনুসন্ধান’। এই আলোক কীসের আলো? এই আলো আসলে সত্যের আলো, তথ্যের আলো, যুক্তির আলো, জ্ঞানের আলো। প্রসঙ্গত উল্লেখযোগ্য, মানব জীবন বন্ধুর প্রকৃতির, জীবনে চলার পথে চড়াই-উৎড়াই-র সাথে যেমন সুখ-দুঃখ জড়িত, ঠিক তেমনই সঠিক সময় সঠিক-নৈতিক সিদ্ধান্তগ্রহণ-র সাথে সুখ-দুঃখও জড়িত। ন্যায়-নীতি-নৈতিকতার কোন নির্দিষ্ট নিয়ম না থাকায় সম-ঘটনায় ব্যক্তিবিশেষে ভিন্ন সিদ্ধান্ত হয়ে থাকে তবে, যে শাস্ত্র পাঠ করলে ন্যায়-নীতি-নৈতিকতা সম্পর্কে সম্যক ধারণা-জ্ঞান লাভ-প্রাপ্তি ঘটে তাকে ন্যায়-নীতি শাস্ত্র বলে, সুতরাং প্রতিটি শাস্ত্রের মতো ন্যায়-নীতি শাস্ত্র-ও মহা-সমুদ্র। এই আর্টিকেলে আমরা ন্যায়-নীতি শাস্ত্রের শিক্ষা-গবেষণা ক্ষেত্রে প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে জানার চেষ্টা করবো।
Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL
Paper ID : tirj/July/22/article-57
Page No : 511 – 520
Published In :Volume 2, Issue 3, July 2022
DOI (Digital Object Identifier) :
E ISSN : 2583-0848
Creative Commons Attribution 4.0 International License
Article Download link : https://tirj.org.in/wp-content/uploads/2022/07/%E0%A6%97%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE-%E0%A6%93-%E0%A6%A8%E0%A7%88%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A4%E0%A6%BE-%E2%80%93-%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%80%E0%A7%9F%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%93-%E0%A6%97%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC-tirj-57.pdf