Published Paper Details:
SHOILAJANANDA MUKHOPADHYARER BHOUTIK GALPA : BHAYER EK BHINNYATARA CHITRA.
PRATAP CH. DAS
ভয়, প্রেতপুরী, ভয়ঙ্কর, আতঙ্ক, প্রেতিনী, ভূতুড়ে খাদ, কে তুমি?
শৈলজানন্দ মুখোপাধ্যায় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার। একাধারে তিনি ছিলেন সাহিত্যিক, সম্পাদক এবং চিত্র পরিচালক। কর্মজীবনের সুবাদে তিনি কয়লাখনি অঞ্চলে যাতায়াত শুরু করেন। সেখানে নিয়তিতাড়িত শ্রমিক-মজুরদের কাছ থেকে দেখেছিলেন। অনুভব করেছিলেন এই নামহীন, অন্ত্যজ কুলি-কামিন, সাঁওতাল, বাউরি মানুষদের দুঃখ-দুর্দশাজনিত সামগ্রিক জীবনকে। আর এখান থেকেই বেরিয়ে আসে তাঁর ‘কয়লাকুঠি’ সংক্রান্ত কালজয়ী সাহিত্য। তাঁর একাধিক ভূতের গল্পগুলির কাহিনি কয়লাকুঠি কেন্দ্রিক হলেও মানব জীবনের নানা দিক নিয়ে ভূতের গল্পগুলি রচিত। ভূত ও আত্মাদের ক্রিয়াকলাপ, প্ল্যানচেট ও বয়স্কদের ভয়জনিত জীবন-ট্রাজেডি-গল্পগুলিতে এক অদ্ভুত রহস্যময় পরিবেশের সৃষ্টি করেছে। তাঁর সৃষ্ট ভূতেরা ভয়ঙ্কর নয়- মানবিক। শৈলজানন্দ দেখিয়েছেন, ভূতেরাও মানুষের উপকার করে প্রাণ বাঁচায় এবং বিপদে মানুষের পাশে এসেও দাঁড়ায়। বিশেষত তাঁর গল্প সমাজসচেতনতা ও শ্রমজীবী মানুষের প্রতি দরদ ও সহানুভূতির ছোঁয়ায় এক অদ্ভুত ভৌতিক পরিবেশের সৃষ্টি করে।
Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL
Paper ID : tirj/ October 22/article-12
Page No : 100-109
Published In :Volume 2, Issue 4
DOI (Digital Object Identifier) :
E ISSN : 2583-0848