Published Paper Details:

KUSHTHA ROGIR BOU : MAHASWETAR BYAKTI PORICHAY THEKE BYASHTIR PORICHAYER UTTARAN.

DR. RAKESH JANA

নিয়তির নির্মমতা, মানুষের অসহায়তা, নারী-পুরুষের দাম্পত্য সম্পর্ক, নারী মনস্তত্ত্ব, নারী অবমাননা, বিদ্রোহ।   

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চারপাশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক বিপর্যয়ে মানুষের আচরণ, বর্বরতা তথা প্রাগৈতিহাসিক স্তরে নেমে গেছে। পৃথিবীর সমস্ত সম্পদ ও নারীর দখলদারীতে মানুষের লোভ ও যৌন রিরংসা নগ্ন রূপে প্রকাশ পেয়েছে। পুঁজিপতিদের হিংস্র লোভে জনজীবন তখন ব্যতিব্যস্ত। মানিক বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন কিভাবে পুঁজিবাদী অর্থনীতির অস্তিত্ব টিকিয়ে রাখতে কিছু বিকৃত রুচিশীল মানুষ পৃথিবীর সমস্ত টাকা নিজেদের কাছে গচ্ছিত করে রেখেছে। ফলে তাদের এই পাপের যন্ত্রণা ভোগ করতে হয়েছে সাধারণ মানুষকে। তাদের এই ভন্ডামি ও অনাচারের দ্বারা ধনলুন্ঠনের বিরুদ্ধে মর্মাহত, অক্ষম ও অসহায় মানুষের শুধুমাত্র অভিশাপ দেওয়া ছাড়া, করণীয় কিছু ছিল না। ‘কুষ্ঠরোগীর বউ’ গল্পে রয়েছে নিয়তির নির্মমতা ও মানুষের অসহায়তা, নারী-পুরুষের দাম্পত্য সম্পর্ক, নারী মনস্তত্ত্ব– তাদের অবমাননা জনিত যন্ত্রণা ও অস্ফুট বিদ্রোহ। মানুষ অদৃষ্টের হাতে অসহায় পুতুল মাত্র, স্বাধীন ইচ্ছা বলে তার কিছুই নেই। কোন স্বাধীন ইচ্ছাই অন্ধ নিয়তি সফল হতে দেয় না। অদৃষ্টের নিষ্ঠুর ষড়যন্ত্র থেকে তাই তার নিস্তার নেই। পিতার অপকর্মের ফল তাই ভোগ করে সন্তান। পারস্পরিক বিশ্বাসের অভাবে মানসিক অসুস্থতা তৈরি হয়। দাম্পত্য সম্পর্কে যেখানে স্বামীর লুব্ধ দৃষ্টি শুধুমাত্র স্ত্রীর দেহের মাংস, চর্ম ও বর্ণের প্রতি থাকে; সেখানে একাত্মতার নিবিড় বন্ধন ছিন্ন হতে বাধ্য। সেখানে স্ত্রী শুধুই শয্যাসঙ্গিনী হয়েই রয়ে যায়, অর্ধাঙ্গিনী হয় না। গল্পে অসুস্থ যতীনের সেবা করতে করতে  মহাশ্বেতার চোখের ফাঁকা দৃষ্টি যে আজকাল শ্রান্তিতে স্তিমিত হয়ে গেছে সেটা যতীনের মনে হয় মহাশ্বেতার পরিতৃপ্তি; ওর পরিস্কার পরিচ্ছন্ন থাকাটাও যতীনের কাছে হয়ে উঠেছে সাজসজ্জা। সংকীর্ণ কারাগারে নিজের বিষাক্ত চিন্তার সঙ্গে দিন-রাত্রি আবদ্ধ থাকতে থাকতে যতীন দিনের পর দিন অমানুষ হয়ে উঠতে লাগল। এভাবে রোগগ্রস্ত স্বামীর কাছে সর্বস্ব সমর্পণ করেও বিনিময়ে মহাশ্বেতার প্রাপ্তি অপমান, সন্দেহ ও কটুক্তি; তাই তার অবমাননা জনিত বেদনা তাকে বিদ্রোহী করেছে। তবে এ বিদ্রোহ অস্ফূট-দরদী প্রতিবাদ।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj/ October 22/article-13

Page No : 110-115

Published In :Volume 2, Issue 4

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License