Published Paper Details:

SITA O DRAPADI : MALLIKA SENGUPTER SAHITTYE PRACHIN MAHAKABBYER DUI NARI.

SHARMI BANDHYAPADDHYA

নারী ভাবনা, রামায়ণ, মহাভারত, সীতা, দ্রৌপদী, আধুনিক নারী, নিরস্ত্রীকরণ, অনার্য।

উনিশ শতক থেকে বঙ্গে নারী জাগরণের সূচনা হয়। এই শতকের প্রথমার্ধ থেকে নারী বিষয়ক নানান আন্দোলন দানা বাঁধতে থাকে। এই আন্দোলনের প্রভাবে নারী তাঁর আত্মশক্তি খুঁজে পেতে থাকে। বাংলা সাহিত্য জগতেও নারী প্রবেশাধিকার পায়। সে নিজের কলমে নিজের কাহিনি লিখতে শুরু করে। বিশ শতকে এসে নারীর এই লেখনী হয়ে ওঠে আরও তীক্ষ্ণ ও পরিণত। এই বিশ শতকের আটের দশকের একজন বিশিষ্ট সাহিত্যিক মল্লিকা সেনগুপ্ত।মানবী চেতনায় ঋদ্ধ এই সাহিত্যিকের কলমে প্রাচীনকাল থেকে আধুনিক কালের বঞ্চিত অত্যাচারিত নারীর জীবন যন্ত্রণার চিত্র ফুটে উঠেছে। মল্লিকার মতে ভারতের প্রাচীন দুই মহাকাব্যের দুই নারী সীতা ও দ্রৌপদী সেই যুগে সবচেয়ে বেশি অবহেলিতা। তাই তাঁর রচনায় এই দুই নারীর কথা এসেছে বারবার। রামায়ণের প্রধান নারী চরিত্র, রামের মহিষী সীতাকে নিয়ে তিনি লেখেন তাঁর বিখ্যাত উপন্যাস ‘সীতায়ন’। এই উপন্যাস জনকনন্দিনী সীতার জীবন পরিক্রমার এক আধুনিক গদ্যগাথা।বাল্মীকি বিরচিত রামায়ণের উত্তরকাণ্ড একটি বিশেষ অংশ অবলম্বনে এই উপন্যাস লেখা হয়েছে। প্রজানুরঞ্জন করতে গিয়ে নিজের স্ত্রীর প্রতি রাজা রাম যে অন্যায় করেছিলেন মার্জিত ভাষায় মল্লিকার সীতা তার প্রতিবাদ করেছেন এই রচনার মাধ্যমে। সীতাকে নিয়ে মল্লিকা রচনা করেছেন বেশ কয়েকটি কবিতা। ‘ধনতেরস’, ‘রাষ্ট্রপতিকে লেখা এক মেয়ের  চিঠি’ ‘রামরাজ্য’ কবিতায় সীতার যে পরিচয় পাওয়া যায় তা অযোধ্যার রাজবধূ কোমলস্বভা্বা সীতা নয় তেজোদীপ্ত এক নারী যে স্বামীর অন্যায়ের প্রতিবাদ করেছেন সহজভাবে। সীতার মত মহাভারতের অন্যতম নারী দ্রৌপদীর যন্ত্রণা মল্লিকাকে নাড়া দেয় ভীষণভাবে। ‘কথামানবী’ কাব্যের ‘দ্রৌপদীজন্ম’ কবিতাটি দ্রৌপদীকে নিয়ে লেখা তাঁর অসাধারন একটি কবিতা। পঞ্চ স্বামীর পত্নী হয়েও দ্রৌপদীর জীবনে জোটে অশেষ দুঃখ। সভায় গুরুজনদের সামনে নিগৃহীতা দ্রৌপদী স্বামীদের দিকে প্রশ্নবাণ ছুঁড়ে প্রতিবাদ করেন নারী নির্যাতনের। ‘দ্রৌপদীর গান’, ‘দ্রৌপদী’ কবিতাগুলিতেও দ্রৌপদীর প্রতিবাদী রূপটির সঙ্গে পরিচিত হওয়া যায়। এইভাবে তাঁর রচনার মাধ্যমে সীতা ও দ্রৌপদীর জীবনের করুন কাহিনিকে পাঠকের সামনে তুলে ধরে আধুনিক সময়ের প্রেক্ষিতে  আধুনিক নারীর প্রতিনিধি করে তাদেরকে গড়ে তুলেছেন, যা বাংলার নারী বিষয়ক সাহিত্যকে সমৃদ্ধ করেছে।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID :  tirj/ October 22/article-15

Page No : 124-130

Published In :Volume 2, Issue 4

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License