Published Paper Details:

MATI NANDIR BIJLIBALAR MUKTI : SANGSKAR O MANABIKATAR DANDHA.

TAMA DAS 

দ্বন্দ্ব, মানব-সঞ্চরণ, সংস্কারপূর্ণ বাতাবরণ, মানবিকতা, মানবপ্রেম, লালিত নিষ্ঠাবোধ, প্রায়শ্চিত্ত, উপলব্ধি, উত্তরণ।

মতি নন্দীর ‘বিজলিবালার মুক্তি’ উপন্যাসটি কাহিনীর নামচরিত্র বিজলিবালার ধর্মীয় সংস্কারের ঊর্ধে মানবিকতার মুক্তির কাহিনী। এক গোঁড়া হিন্দু রমণী যিনি সকাল শুরু করেন, দিনের অনেকটা সময় ব্যয় করেন সনাতনী আচার-নিয়ম নিয়ে। সংস্কারের পাশাপাশি তার মধ্যে মনুষ্যত্ববোধ প্রথম থেকেই ছিল। সামান্য রিকশাওয়ালা থেকে বাড়ির পারিচারিকা কিংবা বাড়ির ভাড়াটে সবাইকে তিনি আপন করে নিতে পারেন। কিন্তু সবটাই সংস্কারের প্রলেপে মুড়ে। তার সেই সংস্কারের প্রলেপে দাগ লাগলে ক্ষণিকের জন্য তার মানবিকতা বিলীন হয়ে যায়। তারপরেও সংস্কারের প্রলেপ ভেঙে মানবিকতার আভা উদ্ভাসিত হয়।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj/ October 22/article-20

Page No : 167-170

Published In :Volume 2, Issue 4.

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 

Creative Commons Attribution 4.0 International License