Published Paper Details:

SHAHADUJJAMAN RACHITO – AKJON KAMALALEBU : EKTI PATH PRATIKRIYA.

 ADESH LET 

জীবনানন্দের জীবনী, শাহাদুজ্জামান, একজন কমলালেবু, কবি জীবনানন্দ, ঔপন্যাসিক জীবনানন্দ, সংসারী জীবনানন্দ; জীবনানন্দের প্রেমিকসত্তা, দুই বিশ্বযুদ্ধের প্রভাব।

বিশিষ্ট ঔপন্যাসিক শাহাদুজ্জামান জীবনানন্দ দাশের সামগ্রিক সত্তা উদ্‌ঘাটনের উদ্দেশ্যে ‘একজন কমলালেবু’ উপন্যাস সৃষ্টি করতে ব্রতী হয়েছেন। তাঁর রচিত এই উপন্যাসে আমরা পাই জীবনানন্দের ব্যক্তিজীবন ও সাহিত্যিক-জীবনকে। কমলালেবুর খোসা ছাড়ালে আমরা যে একাধিক ‘কোয়া’ পেয়ে থাকি, সেগুলির মধ্যেও দেখতে পাই টক-মিষ্টি রসে টইটম্বুর অজস্র উপাদান। উপন্যাসেও  ঠিক সেই রকমভাবে জীবনানন্দের বাইরের আবরণকে শিল্পসম্মতভাবে সরিয়ে রেখে,  তাঁর জীবনের ভালো-মন্দ মিশ্রিত বিভিন্ন সত্তার উন্মোচন ঘটিয়েছেন ঔপন্যাসিক। ব্যক্তি-জীবনানন্দে আমরা পেয়েছি বাল্য-কৈশোরের নিঃসঙ্গতা, যৌবনে প্রেয়সীর প্রত্যাখ্যান, সুদূরপ্রসারী বেকারত্ব, সংসারী জীবনানন্দ ও অ-সুখী দাম্পত্যের পরিচয়। অন্যদিকে পাই সমালোনার জালে জর্জরিত এক আধুনিক কবি ও সাহিত্যিককে। জীবনানন্দ একজন উচ্চশিক্ষিত যুবক হয়েও তৎকালীন বিশ্বপরিস্থিতির কবলে পড়ে পেশাগতভাবে সঠিক মর্যাদা পাননি। বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, কর্মী ছাঁটাই প্রভৃতির ফলে দেশজুড়ে দেখা দিয়েছিল বেকারত্বের হাহাকার। স্বয়ং জীবনানন্দও হয়েছিলেন সেই বেকারত্বের শিকার। যার ফলস্বরূপ তাঁর জীবনে জন্ম নিয়েছিল নানান অস্থিরতা। ঔপন্যাসিক গতানুগতিক উপন্যাস রচনার ধারা থেকে সরে এসে যেভাবে জীবনানন্দের এলোমেলো জীবনপ্রণালীকে পাঠকের সামনে তুলে ধরেছেন তা আমরা মূল প্রবন্ধের পর্যালোচনায় দেখে নেব।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj/ October 22/article-24

Page No : 203-208

Published In :Volume 2, Issue 4

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License