Published Paper Details:
PRASANGA : BANGKIM CHANDER UPONNYASH.
DR. AMAL CHANDRA SARKAR
উৎকর্ষতা, কল্পনারঞ্জিত, স্বদেশপ্রেম, ঐতিহাসিক, রাজনৈতিক, সামাজিক, গার্হস্থ্য, অবজ্ঞা সমস্যামূলক, যুগসন্ধিক্ষণ।
উপন্যাসের মধ্যে পুরাতন ও সমকালীনতার আদর্শ এক সঙ্গে বিরাজ করে। উপন্যাস সাহিত্যে উচ্চতর আদর্শের এই অতর্কিত প্রয়োগ ও পরিবর্তনের গভীরতার প্রকৃত রূপটি বিশেষভাবে গ্রহণযোগ্যতা লাভ করে বঙ্কিমচন্দ্রের হাতে উপন্যাস যে উৎকর্ষতা লাভ করেছিল তা ছিল নানা বাধা বিঘ্ন অতিক্রম করার একান্ত প্রচেষ্টার ফসল। তাই বলা যায় প্রথম সার্থক প্রবর্তকের যে সার্থক গৌরব তা বঙ্কিমচন্দ্রের প্রাপ্য। বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাসগুলি অপেক্ষাকৃত জটিল ও মিশ্র ধরণের। তাই ইতিহাস বহুক্ষেত্রেই কল্পনারঞ্জিত ও রূপান্তরিত হয়ে গেছে। তাঁর আদর্শবাদ জাতির ভবিষ্যৎ সম্বন্ধে প্রবল আশা-আকাঙ্ক্ষা ইত্যাদি উপাদানগুলি অনুরঞ্জিত উপন্যাসগুলি মহাকাব্যের বিশালতা লাভ করেছে। ঐতিহাসিক উপন্যাসের সত্যনিষ্ঠা সম্পর্কে যে কঠোর দায়িত্ব তা কিন্তু সর্বত্র মানা হয়নি। স্বদেশপ্রেমমূলক উপন্যাসে জ্বলন্ত বিশ্বাস সঞ্চার করে জ্ঞান-গৌরবমন্ডিত আদর্শের আকার দান করেছেন। আবার তারই মধ্যে তিনি সুদূরপ্রসারী রাজনৈতিক, ধর্মনৈতিক বিপ্লবের গৌরব আরোপ করেছেন। তার ফলে অতীত ইতিহাসের চিত্রপটের উপর ভবিষ্যৎ সম্ভাবনার উজ্জ্বল দিকটি বিন্যস্ত হয়েছে। প্রেমিক যেমন সমগ্র বাস্তব জগৎকে নিজ আদর্শ স্বপ্নের সাদৃশ্যে রূপদান করে তেমনি স্বদেশপ্রেমিক বঙ্কিমচন্দ্রও অতীত ইতিহাসকে দেশভক্তির প্রবল অগ্নিতে গলিয়ে কল্পনার রঙে রাঙিয়ে তার উপর নিজের রাজোচিত মনের প্রভাব মুদ্রিত করে দিয়েছেন। এখানেই বঙ্কিমচন্দ্র সার্থকতা লাভ করেছে। বিশ্বসাহিত্যের ইতিহাসে উপন্যাস নব আবিস্কার। চরিত্রের ব্যক্তিস্বরূপে, বাস্তবতায় এবং বিশ্লেষণধর্মে পুরাতন কাহিনী থেকে উপন্যাস একেবারেই পৃথক। বঙ্কিমচন্দ্রের পূর্বে উপন্যাস লেখা আরম্ভ হলেও বঙ্কিমেই উপন্যাসের প্রকৃত প্রতিষ্ঠা। বঙ্কিমচন্দ্রের পূর্বে বাংলা ভাষায় উপন্যাস রচনার সূত্রপাত ঘটেছিল, কিন্তু বঙ্কিম প্রতিভায় অতীতের নিকট ঋণ গ্রহণের চেষ্টা বিন্দুমাত্র নেই, বরং ভবিষ্যৎকে সম্পূর্ণভাবে প্রভাবিত করার শক্তি আছে। বঙ্কিমচন্দ্র বাংলা উপন্যাসের ধারাকে পুষ্ট করে উত্তরাধিকারের হাতে দান করে গেলেন। গোটা ঊনবিংশ শতক ধরে এই ধারার অনুবর্তন চলেছে। বঙ্কিমচন্দ্র নির্মিত উপন্যাসের গঠন কৌশল এ শতাব্দীর প্রায় সব লেখককেই অনুসরণ করতে হয়েছে। বঙ্কিম প্রবর্তিত ঐতিহাসিক রোমান্স রচনায় পরবর্তীকালে বহু ঔপন্যাসিক আত্মনিয়োগ করেছেন। রোমান্স কল্পনার অংশটুকু বাদ দিয়ে বিশুদ্ধ ইতিহাস কাহিনী রচনার যে চেষ্টা চালিয়েছিল কোন কোন ঔপন্যাসিকগণ, তাতে কিছুটা সাফল্য পেলেও, পুরোপুরি সাফল্যের জায়গায় পৌঁছাতে পারেননি। বঙ্কিমচন্দ্রের উপন্যাস আলোচনায় আমরা তা খুব ভালোভাবেই অনুধাবন করতে পারি।
Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL
Paper ID : tirj/ October 22/article-26
Page No : 219-223
Published In :Volume 2, Issue 4
DOI (Digital Object Identifier) :
E ISSN : 2583-0848