Published Paper Details:

BRATTYA BOSUR NATOK ‘KARONAR DINGULOTE PREM’ : SAMAYER DARPAN, ASHABADER ALOK BORTIKA.

MANOJ KUMAR MONDAL

করোনার প্রভাব, ঔষধ আবিষ্কারের চেষ্টা, সংবাদ মাধ্যম, মানবিকতার অবক্ষয়, বিজয়-সুলগ্নার দাম্পত্য-কলহ, সুস্থ-স্বাভাবিক পৃথিবীর পূর্বাভাস। 

সুস্থ-স্বাভাবিক পৃথিবীতে হঠাৎ করে করোনার করাল গ্রাস আসে নেমে। চলমান জীবনযাপনে নেমে আসে বাধা। জীবনের রথের চাকা সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায়। নাটকের প্রধান চরিত্রদ্বয় বিজয়-সুলগ্না এই চরম দু়ঃসময়ে আশাহত হয় না। তারা ভেবেই নেয় ‘পৃথিবী আবার শান্ত হবে’। ডাক্তার পালচৌধুরী দেবদূত হিসেবে দেখা দেন এবং চেষ্টা করেন করোনাকে নির্মূল করতে। করোনাকালে দুশ্চিন্তা, একাকীত্ব, সন্দেহপ্রবণতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছিল। ‘করোনার দিনগুলোতে প্রেম’ নাটকেও সুলগ্না চরিত্রের মধ্যে স্বামীর প্রতি অতিরিক্ত সন্দেহ আমাদের দৃষ্টি এড়ায় না। করোনার সময়ে মাস্ক আমাদের জীবনধারণের আপরিহার্য অংশে পরিণত হয়। ‘লক ডাউনে’র সময় খাদ্য-সংকট, সামাজিক দূরত্ব মেনে খাদ্য সংগ্রহ করার যে অভিজ্ঞতার সাক্ষী আমরা থেকেছি, তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা এই নাটকে পাই। মানবিকতার অবক্ষয়ও এই সময়ে চরমে পৌঁছায়। সুলগ্না মাস্ক খুলে ফেলার অপরাধে আপন মাকে মেরে ফেলে। বিজয়-সুলগ্নার ছেলে রুনু পায়ে হেঁটে ক্যালিফোর্নিয়া থেকে আপন গৃহে ফেরত আসে। এ ঘটনা করোনাকালে হাজার-হাজার পরিযায়ী শ্রমিকদের পায়ে হেঁটে ঘরে ফেরার দৃশ্যকে মনে করিয়ে দেয়। করোনা ভাইরাস নির্মূল করার ভ্যাকসিন যে প্রায় আবিষ্কার হতে যাচ্ছে, তার উল্লেখ বার বার নাটকে এসেছে। এ নাকট যেন করোনাকালের হুবহু ঘটনার পুনরাবৃত্তি।নেরাশ্যবাদের মধ্য দিয়ে এই নাটকটি শুরু হলেও শেষ হয়েছে আশাবাদের বাণী শুনিয়ে।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj/ October 22/article-27

Page No :  224-230

Published In :Volume 2, Issue 4

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License