Published Paper Details:
SHIBASHIS MUKHOPADHYARER DUBR DUBR JOL : EK NAGAR MUKHI PREM BHABNAR CHALCHITRO.
SWAPNANIL SARKAR
নগরমুখী প্রেমভাবনা, যৌনতা, সংস্কৃত সাহিত্যের প্রভাব, রবীন্দ্র-প্রভাব, বিভিন্ন তুলনামূলক অবলোকন, ছন্দ-বৈচিত্র্য।
নয়ের দশকের কবি শিবাশিস মুখোপাধ্যায়ের চল্লিশটি প্রেমের কবিতা সমন্বিত একটি কব্যগ্রন্থ ‘ডুবে ডুবে জল’। ধ্বংসের পৃথিবীতে প্রেমের গান শোনায় এই কাব্য। এই ধ্বংস কেবল মহামারীর দাপটের নয়, অর্থহীন যাপনে দ্রুত খরচ হতে থাকা আবেগের ধ্বংস, বিয়োগ ব্যথা বা বঞ্চনায় ক্রমাগত ক্ষতবিক্ষত হয়ে যাওয়া বিশ্বাসী সরল মনের অপমৃত্যু। ঐ রক্তাক্ত আত্মার নিভৃত ক্রন্দন থেকে উৎসারিত সৃজনের আলোয় কবির কলমে কান্নার নদীর অক্ষরে অক্ষরে প্রতিষ্ঠা এই কবিতাগুলির। ধ্বংসের পৃথিবীতে সাময়িক তোলপাড়কে দূরে রেখে প্রেমের গানে শাশ্বত ইশারা। প্রেম বিরহ একই মুদ্রার এপিঠ-ওপিঠের মতো এক ও অভিন্ন সত্তা নিয়ে কবিতাগুলিতে প্রতিফলিত। প্রেমের এই কবিতাগুলি বস্তুত নগরমুখী। ট্যাক্সিতে অন্তরঙ্গ মুহূর্ত, কফি শপে একসঙ্গে কফির কাপে চুমুক, নাটকের গ্রিনরুমে নিভৃত আলাপ-সংলাপ ইত্যাদি শহুরে ছাঁচে প্রেমভাবনা ব্যক্ত হয়েছে কবিতাগুলিতে। কবিতার ভেলায় চড়ে কবি অনায়াসে চলে যান আরব্যরজনীর দেশে বা গীতবিতানের পাতায়; কখনও বা কবিতায় উঠে আসে জয়দেবের গীতগোবিন্দের প্রসঙ্গ। চর্যাপদ, শ্রীকৃষ্ণকীর্তন, বৈষ্ণব পদাবলি থেকে রবীন্দ্রনাথ ও পরবর্তী কবিদের প্রেমকাব্যে যেভাবে অঙ্গাঙ্গিভাবে যৌনতার প্রসঙ্গ এসেছে, সেই যৌন-অনুষঙ্গকে ঐতিহ্যের সোপানে হেঁটে শিবাশিস মুখোপাধ্যায়ও স্পষ্টভাবে কবিতায় তুলে ধরেছেন। তবে তা শৈল্পিক আড়ালে পরিব্যক্ত। এই সন্দর্ভপত্রে দেখানো হয়েছে অন্যান্য কবির প্রেমের কবিতার সঙ্গে এই কাব্যের তুলনা, কবির পূর্বের বিভিন্ন কাব্যগ্রন্থের কবিতাগুলির থেকে এই কাব্যের অভিনবত্ব, রবীন্দ্রনাথের প্রভাব, পাশাপাশি স্বরবৃত্ত, অক্ষরবৃত্তের মহাপয়ার, মাত্রাবৃত্তের অসাধারণ ছন্দের হাত আবার শব্দের চাকচিক্যে থাকলেও ব্যঞ্জনার অভাব। নয়ের দশকের জনপ্রিয় অনুজ কবি শ্রীজাতর নগরমুখী প্রেমের কবিতার সঙ্গে এই গ্রন্থের কবিতাগুলির তুলনামূলক আলোচনাও রয়েছে আমার সন্দর্ভপত্রে।
Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL
Paper ID : tirj/ October 22/article-33
Page No : 270-278
Published In :Volume 2, Issue 4
DOI (Digital Object Identifier) :
E ISSN : 2583-0848