Published Paper Details:

BYAGRA DEBOTA O KRISHNARAM DASER RAYMONGAL KABYA

SHUKDEB GHOSH 

মঙ্গলকাব্য, ব্যাঘ্রদেবতা, রায়মঙ্গল, কৃষ্ণরাম দাস, দক্ষিণ রায়, বড় খাঁ গাজী, কালু রায়, বনবিবি।

বাঘের উপদ্রব বঙ্গদেশে, বর্তমান সময়ে বিশেষ করে সুন্দরবন সন্নিহিত অঞ্চলে দেখা যায়। এলাকার মানুষ বাঘ কুমিরের সঙ্গে লড়াই করে জীবন যাপন করে থাকে। আর প্রতিনিয়ত প্রাণহানির আশঙ্কা থেকে মুক্তি পেতে ভরসা যোগান ব্যাঘ্র দেবতা দক্ষিণ রায়, বড়খা গাজী বনবিবি, কালুরাই প্রভৃতি দেবদেবীরা। এইসব দেবদেবীদের স্তুতি করে রচিত হয়েছে মঙ্গলকাব্য, পাঁচালী, একাধিক পালা গান। দক্ষিণ রায়কে কেন্দ্র করে মঙ্গলকাব্যের যে কাব্যধারার সৃষ্টি হয়েছে তার নাম-  রায়মঙ্গল। কবি কৃষ্ণরাম দাস, হরিদেব ও রুদ্রদেব- এই তিনজন কবি রায়মঙ্গল রচনা করেন। তার মধ্যে কৃষ্ণরাম দাস রায়মঙ্গল কাব্য ধারার সর্বাধিক জনপ্রিয় কবি।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID :  tirj/October22/article-4

Page No :  30-34

Published In :Volume 2, Issue 4

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License