Published Paper Details:

SOIKAT RAKKHITER SAHITTYE NARIR ASAHAYATA.

DR. BISWAJIT MONDAL

অন্ত্যজ, জীবণাচরণ, অবহেলিত, কর্মসঙ্গিনী, ভেকধারী, ডাইনি, নাচনী, বিশ্বাস-সংস্কার, রাধা-কৃষ্ণ।

পুরুলিয়ার ভূমিপুত্র, সমাজ সচেতন সৈকত রক্ষিতের লেখালেখি মূলত প্রান্তিক মানুষদের নিয়ে। প্রান্তিক পুরুলিয়া এবং পুরুলিয়ার অন্ত্যজ মানুষেরা; কুর্মি-হাঁড়ি-শবর-বাউরি-সাঁওতাল-ভূমিজ-মুচি-মাহাতো-ডোম শ্রেণির মানুষই তাঁর লেখার সম্পদ। মফস্বল শহর, গ্রাম ও গ্রামজীবন; ব্যক্তিজীবন অপেক্ষা গোষ্ঠীজীবন তাঁর লেখার মূল আলোচ্য। বাঁচার লড়াইয়ে হেরে যাওয়া, খেটে খাওয়া, হতদরিদ্র মানুষজনের প্রকৃত মুখচ্ছবি ভেসে ওঠে তাঁর কলমের আঁচড়ে। সৈকত রক্ষিত তাঁর লেখায় যেসব নিম্নবিত্ত তথা বিত্তহীন মানুষদের কথা বলেছেন তারা নানা বর্ণ ও সম্প্রদায়ের ভিত্তিতে চিহ্নিত হলেও তাদের মধ্যে একটা অর্থনৈতিক অবস্থানগত ঐক্য আছে; সবারই প্রধান অসুখ দারিদ্র্য, এ দারিদ্র্য আবার সারারও নয়। লেখকের চেনা-জানার ব্যপ্তিই এই সমস্ত সাহিত্যের প্রধান অবলম্বন। লেখালেখি তাঁর কাছে আত্মপ্রচার ও আত্মতুষ্টি নয়; আত্ম-অহংকার বর্জিত সম্পূর্ণতই এক নিভৃত সারস্বত সাধনা, সেই সাধনাতেই তাঁর জীবন উৎসর্গীকৃত।

সময়ের পথ ধরে তাঁর কথনবিশ্বে উঠে এসেছে প্রান্তিক জনজীবনের নিভৃত আদল, অতি সাধারণ নারী-পুরুষের কথাই উঠে এসেছে তাঁর সাহিত্যের অঙ্গনে। সীমাহীন দারিদ্র্য এবং প্রথাগত শিক্ষা-দীক্ষাহীন প্রান্তিক মানুষগুলি অন্তরের নির্দেশে উচিত-অনুচিত, ভালো-মন্দ, ন্যায়-অন্যায় ও ধর্ম-অধর্মের ধারণা থেকে অসহায় জীবন-যাপন করে চলেছে। আখ্যানে পুরুষ চরিত্রের পাশাপাশি নারী চরিত্রগুলিও বিশেষ মনোযোগের দাবি রাখে। তাঁর গল্পের নারী চরিত্রেরা কখনো প্রতিবাদী, কখনো প্রেমিকা, কখনোবা আবার জায়া ও জননী। তবে যেভাবেই উপস্থাপিত হোক না কেন তাদের মধ্যে যে বৈশিষ্ট্যটি সবচেয়ে বেশি প্রকট সেটি হলো অসহায়তা। প্রান্তিক নারীর এই অসহায়তা সবদিক থেকেই, সামগ্রিক জীবণাচরণে তার প্রতিফলন সবচেয়ে সুস্পষ্ট। ডাইনি প্রথাকে হাতিয়ার করে নারীর নির্মম অসহায়তা, বাঁঝা হওয়ার কারণে ভেকধারী ভণ্ড সাধুদের প্রতাড়নার স্বীকার হওয়া, রাধা-কৃষ্ণের প্রেমমঞ্জরীর অনুসঙ্গে লোকায়ত নারীর কামন-বাসনার বহিঃপ্রকাশ, সর্বোপরি হরেককিসিমের বিশ্বাস-সংস্কারের আধার হয়ে নারীরাই সমাজে নির্যাতিতা। তবুও তাঁর সাহিত্যে পুরুষ চরিত্রের পাশাপাশি নারীর অবস্থানও সমানভাবে সক্রিয়; তবে কর্মসঙ্গিনীতো বটেই, মোটেই মর্মসঙ্গিনী নয়। নারীরা সেখানে অবহেলিত, শোষিত ও বঞ্চিত। তাদের এই অসহায়তা যেমন নিজের দিক থেকে তেমনি আবার সামগ্রিকও।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj/ October 22/article-43

Page No : 351-358

Published In :Volume 2, Issue 4

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 2583 - 0848

Creative Commons Attribution 4.0 International License