Published Paper Details:
EK UTTAL DASHOKER DAYERI : ATHO MARJIMOHOL KOTHA.
PRITHA DAS
বনফুল, ডায়েরি, সমকাল, রাজনীতি, সংস্কৃতি, কথাসাহিত্য, তুলনামূলক আলোচনা, সমালোচক বনফুল।
আমাদের বাংলা ভাষা ও সাহিত্যচর্চার বিদ্যায়তনিক পরিসরে ডায়েরি অজ্ঞাত না হলেও কিছুটা অবহেলিত৷ সিলেবাস – নোট- পরীক্ষার হলেই তার ঘোরাফেরা, আপাত-সীমাবদ্ধতা৷ এই আপাতত-উপেক্ষিত বিষয়টিই আমাদের এই গবেষণাপত্রের মূল উপজীব্য৷ মূলত ডায়েরি বা দিনপঞ্জি বলতে বোঝায় একটি দিন কীভাবে অতিবাহিত হলো বা একটি দিনের নানান ঘটনার সংক্ষিপ্ত বিবরণী৷ যা বেশিরভাগ ক্ষেত্রেই দিন, মাস, বছর, বা সময়–চিহ্নিত৷ সমসময়ের যে অভিঘাত তার সবচেয়ে নির্ভরযোগ্য দলিল ডায়েরি৷ ডায়েরি যে কোনও মানুষ লিখতে পারেন৷ তবে যখন কোনও সাহিত্যিক ডায়েরি লেখেন তখন তার আবেদন পাঠক, সমালোচক এবং ঐতিহাসিকের কাছে অমূল্য৷ কারণ একজন সাহিত্যিকের ডায়েরি শুধু সাহিত্যের আস্বাদ নিয়েই আসে না, তাতে থাকে নানান সম্ভাবনার অঙ্কুর৷ তার থেকে একদিকে যেমন আমরা জানতে পারি লেখক জীবনের অন্তরঙ্গ কথা, অন্যদিকে তার ভবিষ্যত–লেখনের একটা পূর্বাভাসও পেতে পারি, আবার প্রকাশিত কোনও সাহিত্যকর্মের প্রেক্ষাপট বা চরিত্রের উৎসের কথাও জানতে পারি৷ এই সাহিত্যিক মূল্য ছাড়া তার একটা ঐতিহাসিক মূল্যও রয়েছে৷ সমকালীন সমাজ, সাহিত্য, সংস্কৃতি, দেশের তথা বহির্বিশ্বের রাজনৈতিক বা অর্থনৈতিক অবস্থা সম্পর্কে লেখকের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা দৃষ্টিভঙ্গি ডায়েরির চেয়ে ভালো আর কোনও সাহিত্য-মাধ্যমে পাওয়া যায় না বোধহয়৷ আর তাই সময়, সমাজ, সংস্কৃতি, রাজনীতি, আদর্শ, সংঘাত, আশা, নিরাশা এই সবকিছু নিয়ে একজন গোটা মানুষের ছবিটা ডায়েরিতে অনেক বেশি স্পষ্ট ও উজ্জ্বল৷ বনফুলের মর্জিমহল-ও তার ব্যতিক্রম নয়৷ মর্জিমহল-এর দুটি খণ্ডে একদিকে যেমন তিনি লিখেছেন শিল্প, সাহিত্য, রাজনীতি, ও সংস্কৃতির কথা, অন্যদিকে তেমনই লিখেছেন ডাক্তারি, খেলাধুলো, প্রকৃতির কথা, মহৎ ব্যক্তিদের কথা, বই পড়ার কথা, পরিবারের কথা, দেশকে ভালোবাসার কথা৷ মর্জিমহল লেখার সময়কাল ১৯৭১ থেকে ১৯৭৯, ‘সাতের দশক’৷ স্বাধীনতা ও দেশভাগের পর যে সময়কাল বাংলার সমাজ ও সাহিত্যকে আবিষ্ট করে রেখেছে আজকের তারিখেও তা এই সাতের দশক৷ মুক্তিযুদ্ধ এবং নকশাল আন্দোলনের উত্তাপে এ দশক উত্তাল হয়ে উঠেছিল৷ প্রায় এই গোটা দশকটা জুড়েই বনফুল নিভৃতে রচনা করে চলেছিলেন তাঁর ‘মর্জিমহল’৷ রিপোর্ট লেখার ধরনে দিনের পর দিন ধরে যার পরতে পরতে বোনা হয়ে যায় সময়ের কুটিল জটিল জাল - সমকালীন নীতি, ধর্ম, দর্শন, সাম্যবাদ, ঈশ্বরবিশ্বাস৷ শুধু রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রেও তিনি কড়া সমালোচক৷ নিজের ছোটোগল্প উপন্যাস নিয়ে যেমন ভাবছেন তেমনি আধুনিক কবিতার গুণাগুণ নিয়েও ভাবছেন৷ লেখকের সম্মান-দক্ষিণার প্রসঙ্গ তাঁকে যেমন ভাবায় তেমনই ভাবায় অপসংস্কৃতি৷ মর্জিমহল-এর ছত্রে ছত্রে এভাবেই স্রষ্টার সঙ্গে এসে মিলেছেন সমালোচক৷ বনফুল তো শুধু ছোটোগল্পকার নন, তাঁর পরিচয় বহুধা বিস্তৃত। তাঁর ডায়েরির পাশাপাশি তাঁর গদ্য সাহিত্যকে রেখে আমরা শুধু একজন সাহিত্যিক নয়, একটা রক্ত মাংসের গোটা মানুষকে সন্ধান করার চেষ্টা করবো এই গবেষণা প্রবন্ধে।সময় তাঁর মনে কতটা অভিঘাত ফেলছে বা সেই অভিঘাতের প্রভাব তাঁর সাহিত্য কতটা বহন করছে, সেটাও আমরা খুঁজে দেখার চেষ্টা করবো।
Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL
Paper ID : tirj/ October 22/article-49
Page No : 399-406
Published In :Volume 2, Issue 4
DOI (Digital Object Identifier) :
E ISSN : 2583-0848