Published Paper Details:
HAJAR BACHORER BANGALI SANGSKRITITE LOKO KRIRA : OITIHYA O SMRITIR PARAMPARA.
ASHIM BISWAS
লোকক্রীড়া, বাঙালি সংস্কৃতি, শরীরচর্চা, হাডুডু, গুজিখেলা, নুনভাড়ি, ইচিং বিচিং, গোল্লাছুট, ডাংগুলি, সাতচাড়া, পানিঝুপ্পা, পাহুড়, চিঞ্চোরানি, বাচেলদার, সারিদার।
বাঙালি বড়ই আত্মভোলা জাতি। স্মৃতির স্মরণী বেয়ে কত কিনা সে ভুলে গিয়ে পেছনে ফেলে অনেকটা পথ এগিয়ে আগামীর পথে হেঁটেছে এবং হাঁটছে। বাঙালি স্বাস্থ্য সচেতন কিনা সে প্রশ্ন বিতর্কেরই থেকে যাবে। কিন্তু শরীর এবং মনকে ভালো রাখার জন্য শরীরচর্চা এবং খেলাধুলা মানব জীবনের যে অপরিহার্য অঙ্গ তা অস্বীকার করার উপায় নেই। বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতি যদি পুঙ্খানুপুঙ্খভাবে দেখা যায়, তাহলে দেখা যায় প্রত্যেকটিক্ষেত্রে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব অপরিসীম। আজ একুশ শতকে দাঁড়িয়ে আমরা দেখছি, বাঙালি তার প্রাচীন সংস্কৃতির ঐতিহ্য হিসাবে বহু লোকজ খেলা ভুলতে বসেছে। অসংখ্য খেলা বাঙালির চিত্ত বিনোদনের অঙ্গ হিসাবে সুদীর্ঘকাল ধরে চলে আসছিল। কিন্তু আজ সেই সব খেলা বিলুপ্তির পথে। শুধু স্মৃতি হিসাবে রয়ে গেছে বাঙালির মনীষা ও মননে। হয়তো অদূর ভবিষ্যতে বাঙালি Indoor ও Outdoor সেই সমস্ত খেলাগুলিলি একেবারেই বিস্মৃত হয়ে যাবে। শুধুমাত্র স্মৃতি আর বাঙালির সত্ত্বা হিসাবে ভবিষ্যতের রোমন্থনের বিষয় হয়ে দাঁড়াবে। যে খেলাগুলো গৃহের অভ্যন্তরে এবং বাইরে শিশু, নারী-পুরুষ সকলেই জীবনের অঙ্গ করে তুলেছিল এক সময়ে, সেই খেলাগুলি বাঙালির সংস্কৃতি থেকে একেবারেই নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে। এমনকি কতকগুলি খেলা আজ আর তেমন চোখে পড়ে না। আধুনিক সভ্যতা, দুরাভাষ, চলচ্চিত্র, দূরদর্শন, সমাজ-মাধ্যমের অঙ্গ হিসাবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ আজ মানুষের জীবনকে ব্যতিব্যস্ত করে রেখেছে। মানুষ আজ পাশাপাশি বসে থেকেও কেউ কারোর খবর রাখে না। দুরাভাষে মুখ গুঁজে জীবন অতিবাহিত করছে। তাই মনে হয় যে, মানুষের হাতে একটুও সময় নেই শরীর ও মনকে সুস্থ রাখার জন্য কিছুটা সময় খেলাধুলার সঙ্গে বিচরণ করার জন্য। সেই কারণেই হয়তো, আধুনিক ব্যস্ত জীবনযাপন ও জীবনযাত্রার ফলেই আমাদের জীবন থেকে হারিয়ে গেছে বহু লোকক্রীড়া। আর তারই প্রেক্ষাপটে, আমি আমার এই গবেষণা প্রবন্ধে তুলে ধরার চেষ্টা করেছি, বাঙালি তথা বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতির ধারক ও বাহক হিসাবে বিভিন্ন লোকক্রীড়া বা গ্রামিণ খেলাধুলাগুলি সম্পর্কে। বাংলার সাংস্কৃতিক ইতিহাসে এই খেলাগুলি একসময় উল্লেখযোগ্য এবং প্রশংসনীয় ভূমিকা পালন করত। আজ শুধুমাত্র কালের সাক্ষী হিসাবে ইতিহাসের পাতায় তার নাম পাওয়া যায়। এক্ষেত্রে এই খেলাগুলি স্মৃতি হয়ে রয়েছে বাঙালির মননে। বয়ো:জ্যেষ্ঠ বাঙালির সত্তা হিসাবে এই খেলাগুলি ভবিষ্যৎ প্রজন্মের কাছে শুধুই যেন রূপকথা হয়ে থেকে যাবে। সেক্ষেত্রে তাই বাঙালি সংস্কৃতির হারিয়ে যাওয়া সেইসব লোকজ ক্রীড়াগুলি সম্পর্কে আমাদের অবহিত হওয়া প্রয়োজন। তার নিমিত্তে এই গবেষণাপত্রের অবতারণা করা হয়েছে।
Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL
Paper ID : tirj/ October 22/article-50
Page No : 407-424
Published In :Volume 2, Issue 4
DOI (Digital Object Identifier) :
E ISSN : 2583-0848