Published Paper Details:

SWADESH CHINTA THEKE SANGBADIKATA : SHREE MAKHON LAL SEN.

KOUSHIK NANDI

স্বদেশী আন্দোলন, অনুশীলন, আনন্দবাজার পত্রিকা, বিপ্লবী, কংগ্রেস, ভারত পত্রিকা, প্রাদেশিক জাতিয়তাবাদ।  

স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী, অনুশীলন সমিতির প্রারম্ভিক সময়ের নির্ভীক নেতা শ্রী মাখনলাল সেন, সাংবাদিক ও সম্পাদকের দায়িত্ব গ্রহন করে বিপ্লবী আদর্শকে স্থাপনের ব্রত নিয়েছিলেন। তার কর্মজীবনের ইতিহাস বাংলাদেশের স্বদেশী আন্দোলন, বিপ্লবী আন্দোলন ও সংগ্রামী আন্দোলনের সহিত ও বাংলা সংবাদপত্রের অভ্যুত্থানের সহিত ওতপ্রোতভাবে জড়িত। সেই ইতিহাস আজ অনেকটাই বিস্মৃত ও অজানা। মানুষের কাছে আজও এই আনন্দবাজার পত্রিকার আদি স্রষ্ঠাদের মধ্যে একজন। তিনি প্রথম নিজ উদ্যোগে আনন্দবাজার পত্রিকার নিশ্চিন্ত অবলুপ্ত হইতে রক্ষা করেছিলেন। পত্রিকা কে জনপ্রিয়তার শিখরে তোলার পর সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য হওয়ার পর নীরবে বিদায় লইয়া আবার নূতন ভাবে ‘জার্নালিস্ট কর্নার’ নামে সংবাদ পত্র প্রতিষ্ঠা করেন এবং ‘ভারত’ নামে এক সংবাদ পত্রের প্রকাশ করেন। এই সংবাদপত্র ভারতছাড়ো আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিল। ভারতছাড়ো আন্দোলনের প্রচারের জন্য তিনি ১৯৪৫ সালে জেল বন্দি থাকেন। তখন সাময়িক ভাবে পত্রিকাটি বন্ধ থাকে। মুক্তিলাভের পর "ভারত" পত্রিকা পুনঃ প্রতিষ্ঠা করেন। এই পত্রিকা পুনঃ প্রকাশিত হওয়া মাত্র জনসাধারন সাদর ভাবে গ্রহণ করেন। এই সময় বঙ্গদেশে মুসলিম লীগের রাজত্ব ছিল। এই সময় ক্রমাগত মুসলিম লীগ বিরোধী প্রচারের জন্য ভারত লীগ সরকারের রোষানলে পড়েন। তবে ভারত সংবাদপত্র দ্বিতীয় পর্যায় এ যে সমস্ত কাজ করে তাহার মধ্যে উত্তম চাঁদ লিখিত সুভাষ বসুর ভারত হইতে অর্ন্তধ্যান কাহিনির অনুবাদ বিশেষ উল্লেখযোগ্য। সেই সময় কলিকাতার দাঙ্গা পুর্ব সংকল্পিত ছিল কিনা সে সম্পর্কে ধারাবাহিক আলোচনা লোকে অতি আগ্রহ সহকারে পাঠ করে। দোহা সাহেব এর দুর্নিতী্র বিরুদ্ধে মাখনলালের সম্পাদনায় ভারত পত্রিকাতে দীর্ঘ সমালোচনা মূলক প্রবন্ধ প্রকাশিত হয়। কমিউনিস্ট দের কার্যকলাপ সম্পর্কে ভারতে ছয়টি ধারাবাহিক প্রবন্ধ লোকচিত্ত কে প্রবল ভাবে আলোড়িত করে।পরবর্তী কালে আবার দীর্ঘ মনোমালিন্য এর পর ভারত পত্রিকা বন্ধ করেন। দেশ স্বাধীনতার পর কলকাতা বিষয়ের সাংবাদিক ছিলেন। মাখনলাল সেন বিপ্লবী চিন্তা ধারাকে পাথেয় করে প্রাদেশিক জাতীয়তাবাদকে তাঁর তেজস্বী লেখনির মাধ্যমে তৎকালীন জন সাধারনের কাছে তুলে ধরে এক যথার্থ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj/ October 22/article-53

Page No : 443-449

Published In :Volume 2, Issue 4

DOI (Digital Object Identifier) : 

E ISSN :  2583-0848

Creative Commons Attribution 4.0 International License