Published Paper Details:
LOKNATH BHATTACHARYER CHOTO GALPO : MADDHYABRITTYER MANASH SANGKAT.
AHANA RAY
ছোটগল্প, মধ্যবিত্ত, মানস সংকট, বৃত্তযাপন, আত্মবন্দী, উত্তরণ, অস্তিত্ব।
ছোটগল্পকার লোকনাথ ভট্টাচার্য মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী লেখক। এই সময়ে মধ্যবিত্ত মানসের সংকটের ছবি প্রধানত উঠে এসেছে তাঁর গল্পে। লোকনাথ ভট্টাচার্য মোট ১২টি গল্প লেখেন। তাঁর প্রকাশিত গল্প গ্রন্থ দুটি। প্রথমটি ‘প্রেম ও পাথর’ প্রকাশিত হয় ১৯৭৩-এ। দ্বিতীয়টি ২৫ বছর পর ১৯৯৮ এ প্রকাশিত হয়। গল্পসংকলনটির নাম ‘আপনার কীর্তি’। গল্পগুলিতে মধ্যবিত্তের পারিবারিক জীবন যাপনের কথা নয়– মূল্যবোধের সংকট, অস্তিত্বের সমস্যা, মনোজগতের দ্বন্দ্ব প্রাধান্য পেয়েছে। ফরাসী দেশে দীর্ঘদিন থাকার জন্য ঐ দেশের সাহিত্য আন্দোলনের সংগে নিবিড় পরিচয় ছিল লোকনাথ ভট্টাচার্যের। তার প্রভাব তাঁর গল্পে আছে। আবার আজন্ম রক্ষনশীল ব্রাহ্মণ পরিবারের আচার নিষ্ঠায় বড় হওয়ার জন্য ব্রাহ্মণ্য সংস্কৃতি বা পুরাণ ইত্যাদির কথাও বারবার তার লেখায় এসেছে। আধুনিক মানুষের সম্পর্কের জটিলতা লোকনাথ ভট্টাচার্যের অনেক গল্পের কথা বস্তু। পারস্পরিক শ্রদ্ধা, সম্মান, বিশ্বাস দুটি মানুষের বিশেষ করে দাম্পত্য সম্পর্কের ভরকেন্দ্র। এই সময়ে সম্পর্কের সেই বুনট কখন কোন্ তন্ত্রীতে ঘা লেগে ছিঁড়ে যায়, রক্তাক্ত হয়ে ওঠে তা যেন মানুষের নিজেরই অজ্ঞাত। সেই বিশ্বাসহীনতার কথা কখনো কোনো কোনো গল্পের বিষয় হয়েছে আবার কখনো কোনো গল্পে আছে নিজেকে জানার বা আত্মআবিস্কারের কথা। আধুনিক সময়ে মধ্যবিত্তের স্বার্থপরতা বা বৃত্তযাপন এবং নিরাপদ বলয়ে অবস্থানের আকাঙ্ক্ষা মানুষে মানুষে যে দূরত্ব সৃষ্টি করে লোকনাথ ভট্টাচার্য তাঁর গল্পে সেই মানুষের ছবিকেও এনেছেন। মধ্যবিত্ত মানুষের দহন কথাই প্রধানত তাঁর গল্পের কথাবস্তু। লোকনাথ ভট্টাচার্য ফ্রান্সে দীর্ঘদিন থাকার ফলে ঐ দেশের নানা সাহিত্য প্রবণতা বা আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে পরিচিত হয়েছিলেন। তাঁর গল্পের রচনা ভঙ্গীতে সেই সব প্রবণতার প্রভাব রয়েছে। এর ফলে কখনো এসেছে অস্তিবাদী চেতনার প্রভাব, কখনো এসেছে ফরাসী নব্য সাহিত্যের প্রভাব আবার কখনো ফরাসী গোয়েন্দা গল্পের উত্তেজনা। এক নতুন ভাবনা ও আঙ্গিক সচেতনতা তার গল্পগুলিকে বাংলা সাহিত্যে স্বতন্ত্র মর্যাদা দিয়েছে। আসলে লোকনাথ ভট্টাচার্যের অধিকাংশ গল্পই এক হিসেবে মধ্যবিত্তের আত্মউদঘাটনের বা আত্মজিজ্ঞাসার। লেখক নানান দৃষ্টি কোন থেকে মধ্যবিত্তের আত্মসংকটকে আমাদের দেখান। ‘দুই রাতের হাসনাহানা’, ‘কারারুদ্ধ’, ‘অসুখ’, ‘আপনার কীর্তি’ প্রভৃতি গল্পগুলিতে একদিকে মধ্যবিত্ত মানসের সংকট অন্যদিকে তা থেকে উত্তরণের কথা লেখক দেখিয়েছেন। গল্পগুলির পর্যালোচনায় লেখকের এই দৃষ্টিভঙ্গীরই পরিচয় পাওয়া যায়।
Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL
Paper ID : tirj/ October 22/article-7
Page No : 48- 55
Published In :Volume 2, Issue 4
DOI (Digital Object Identifier) :
E ISSN : 2583-0848
Creative Commons Attribution 4.0 International License
Article Download link : https://tirj.org.in/wp-content/uploads/2022/11/7-%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%95%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A5-%E0%A6%AD%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9B%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%97%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA.pdf