Published Paper Details:
SAMAJ BYAVASTHAR PARIVARTANE CHOITANNYADEBER UDAR DHARMANITIR ABODAN : CHOITANNYA CHORIT, CHOITANNYA BHAGVAT O CHOITANNYA CHORITAMRITA GRANTHO ABALAMBAN.
UMA BERA
বৃন্দাবনদাস, চৈতন্যভাগবত, চৈতন্যচরিতামৃত, সন্ন্যাসধর্ম, আখ্যানকাব্য, গীতিকাব্য, বৈষ্ণবধর্ম প্রচার
ষোড়শ শতকে চৈতন্যদেবের আবির্ভাব সমাজ-সংস্কৃতির উপর প্রভাব ফেলার সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্যের উপর প্রভাব ফেলেছিল। তৎকালীন সময়ে সাধারণতঃ দেব-দেবীর কাহিনি নিয়ে অলৌকিক কল্পনার ভিত্তিভূমিতে বিচরণ করে আখ্যানকাব্য, গীতিকাব্য, নাট্যগীতি ইত্যাদি সাহিত্য ধারা রচিত হত। ঐ রচনাগুলির মধ্যে সমাজ বাস্তবতার ছবি হয়ত ফুটে উঠত, তবে তা রূপক চরিত্রের মধ্য দিয়ে। তাই রচয়িতার দার্শনিক মনের পরিচয়ও ওই চরিত্রগুলির মধ্যে নিহিত থাকত।
Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL
Paper ID : ttirj/January23/article-1
Page No : 1 – 7
Published In :Volume - 3, Issue -1
DOI (Digital Object Identifier) :
E ISSN : 2583-0848