Published Paper Details:

RABINDRA CHOTO GOLPE SAMAKAAL.

SANKAR DEB MONDAL

পটভূমি, জীবনসত্য, সমাজসত্য, জীবনদর্শন, সমকাল, জনজীবন, চিহ্ন, কালচেতনা।

সাহিত্যের পটভূমি লেখক রুচিভিত্তিক। কালের ক্রমাগত এগিয়ে চলার সাথে সাহিত্যিকের জীবন অভিজ্ঞতারও ক্রমবিবর্তন ঘটে। কালের গতি নিয়ন্ত্রক কোনো কৌশল নেই, এ পর্যন্ত তৈরি হয়নি। সব সময় না হলেও কখনো কখনো সাহিত্যে কালের চিহ্ন স্পষ্ট হয়ে উঠতে দেখা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্পের বিস্তৃত প্রেক্ষাপটে বিচিত্র জীবনসত্য ও সমাজসত্য, লেখকের জীবনদর্শন সমকালের প্রেক্ষিতেই ধরা পড়েছে। পরাধীন ভারতের রাজনৈতিক গতিপ্রকৃতি ও কর্মকাণ্ডের চিহ্ন, বঙ্গভঙ্গ আন্দোলনের প্রত্যক্ষ প্রতিফলন বেশ কয়েকটি গল্পের কায়াগঠন ও ভাবধারণ করেছে। এছাড়া প্রতিদিনকার চলমান জীবনের ভাষারূপ তাঁর গল্পের অন্যতম বিশিষ্টতা।

             সমকালের পটে যে জীবনের বর্ণনা, যে মানবিক অনুভূতির সুললিত কাব্যিক বর্ণনায় রবীন্দ্রনাথের ছোটোগল্প সমৃদ্ধ তার আবেদন কোনো দিনই তাৎক্ষণিকভাবে ফুরিয়ে যাবে বলে মনে হয় না। বিশিষ্ট ভৌগোলিক পরিবেশে, বিশিষ্ট সামাজিক পরিকাঠামোতে, বিশিষ্ট রাজনৈতিক পরিমণ্ডলে রবীন্দ্রনাথ যে ছোটোগল্পগুলি লিখেছিলেন তা বর্তমান কালেও পাঠকসমাজের কাছে খুব সমাদর পেয়ে থাকে। এই পাঠক মনোরঞ্জক বিশেষ বৈশিষ্ট্য থাকার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত ছোটোগল্পের সাহিত্যমূল্য কোনোভাবেই কম নয়। আগেই উল্লেখ করা হয়েছে, ছোটোগল্পকার রবীন্দ্রনাথের ছোটোগল্পের প্রেক্ষাপট বিস্তৃত। বিস্তৃত এবং বিচিত্র। দেশকালের বিচিত্র যে বিষয়গুলি রবীন্দ্র ছোটোগল্পের উপজীব্য তার মধ্যে পল্লিবাংলার সমাজ, জীবনচিত্র বেশি মাত্রায় প্রতিফলিত হয়েছে। বাংলার নদীমাতৃক রূপ, নিসর্গ, মানব বৈশিষ্ট্য, পারিবারিক কাঠামো, শিক্ষা, সংস্কৃতি, লোকবিশ্বাস, লোকসংস্কার, ধর্মীয় আচার-বিচার, মানবিক উৎকর্ষ, প্রেম, বিরহ, মিলন, নির্মল হাস্য-কৌতুক, নারী প্রগতিমূলক চিন্তা-ভাবনা – এককথায় বাংলা ও বাঙালি জনজীবনের সার্বিক জীবন-ধারা রবীন্দ্রনাথের ছোটোগল্পের ছোটো ছোটো আয়তনে একটু একটু করে ধরা পড়েছে। সেই কারণে তাঁর ছোটোগল্পের নানা রকমের শ্রেণীবিভাগ করা যায়। পূর্বে অনেক বিশিষ্ট সমালোচক যুক্তি-বুদ্ধি প্রয়োগে সেই কাজ করেছেন। রবীন্দ্রনাথের ছোটোগল্পের সার্থকতা বা সাফল্য এবং অসার্থকতা বা বৈশিষ্ট্যের রকমফের বিষয়ে আলোচনা, চরিত্র বিচার, বর্ণনার ভালোমন্দ বিচার এ ধরণের কোনো উদ্দেশ্য আমরা রাখছি না। সমকাল অর্থাৎ রবীন্দ্রনাথের গল্প রচনার সময়ের চিহ্ন কতটা তাঁর গল্পে প্রতিফলিত হয়েছে তার অনুসন্ধান আমাদের কাম্য বস্তু। তবে নির্দিষ্ট ও নির্বাচিত কোনো ছোটোগল্পের তালিকা  এক্ষেত্রে পূর্ব থেকে নির্ণয় করা থাকছে না। সমকালের প্রতিফলনে রচনা বাস্তব তথা জীবন্ত হয়ে ওঠে। রবীন্দ্র ছোটোগল্পের শরীরে সমকালের যে চিহ্ন রয়েছে তা তাঁর কালচেতনারই বিশিষ্ট ও শৈল্পিক নজির।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj/January23/article-11

Page No : 112-122

Published In :Volume 3, Issue 1

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License