Published Paper Details:

KHAGENDRA MITRER ‘BHOMBAL SARDAR’ : BOICHITRER ALOKE KISHOR MONER RUPAYAN.

MD. REJJAK ANSARI

ভোম্বল সর্দার, কিশোর মন, দুঃসাহসিক, রঙিন স্বপ্ন, অপরিণত, কৌতূহল, আবেগপ্রবণ, পল্লীপ্রকৃতি। 

খগেন্দ্রনাথ মিত্রের একটি অত্যন্ত জনপ্রিয় কিশোর উপন্যাস হল ‘ভোম্বল সর্দার’। চারটি খন্ডে বিভক্ত এই গ্রন্থটির প্রকাশকাল যথাক্রমে ১৯৩৭, ১৯৫৫, ১৯৭৫ ও ১৯৭৮ সালে। গ্রন্থটি চলচ্চিত্রের রূপ পায় ১৯৮৩ সালে এবং ওই বছরই এটি Best Children Film হিসাবে National Award পায়। খগেন্দ্রনাথ মিত্রের ‘ভোম্বল সর্দার’– এক কিশোরের স্বপ্ন দেখার কাহিনি। কিশোর বয়সীদের চঞ্চলতা, সজীবতা, মনের নানান গোপন আঁকিবুকিকে ছবির মধ্যে তুলে ধরেছেন লেখক। ভোম্বল নামের এক মাতৃ-পিতৃ হারা কিশোর, পাড়ার ছেলেদের সে ‘সর্দার’। সমাজের বেড়াজাল টপকে সংসারে কাকা-কাকিমার চোখ এড়িয়ে পাড়ি দেয় দূরদেশে ইচ্ছেডানাকে ভর করে। উপন্যাসের পরতে পরতে কিশোর মনের নানা দিক উঁকি দিয়েছে। ভোম্বলের বাড়ি ছেড়ে হঠাৎ বেরিয়ে এসে দুঃসাহসিক যাত্রার প্রতি ক্ষেত্রেই রয়েছে কিশোর বয়সীদের স্বপ্নউড়ানের গল্পকথা। প্রতিটি অধ্যায়ে এক এক সমস্যার সম্মুখীন হয়ে সে যেমন অভিজ্ঞতার সঞ্চয় করেছে তেমনই সাহসী ভোম্বল কখনো ভয় পেয়ে পিছিয়ে যায়নি তা সত্যিই প্রশংসার যোগ্য। ঘটনাগুলি একের পর এক কিশোর বয়সীদের বৈশিষ্ট্যকে ফুটিয়ে তুলেছে। শুধুমাত্র ভোম্বল নয়, ভোম্বলের একদল দস্যি বন্ধুরাও কিশোর মনের প্রতিনিধি। বলা বাহুল্য এতগুলো বছর পরেও সমানভাবে ‘ভোম্বল সর্দার’ কিশোর মনের দর্পণ রূপে বিবেচিত হয়।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID :  tirj/January23/article-16

Page No : 160-164

Published In :Volume 3, Issue 1

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License