Published Paper Details:

PRATIVEDANE NARI NARIR PRATIVEDAN.

ASHOK DAS

প্রতিবেদন, রাসসুন্দরী, পুনঃপাঠ, নির্মাণ ভাবনা, ক্রমোউন্মোচন, প্রতিকূলতা, আধিপত্যবাদ, উপস্থাপন, পিতৃতন্ত্র, শিল্প নির্মাণ, নারী শরীর, সামন্ততান্ত্রিক।

 নারীবাদী পাঠে নারীর অবস্থান কত ভাবেই না হয়ে ওঠে, সাধারণ প্রতিবেদনের সংগে নারীর প্রতিবেদনের ফারাক কতটুকু তা-ই বুঝে নিতে হয় নারীর আখ্যানে। আমরা পড়ুয়া হিসেবে যতটুকু পাঠ করিনা কেন, পাঠান্তর গত পাঠ পরম্পরায় নারী ভাবনার ভিন্ন রূপ উপস্থাপিত হয় নারীর প্রতিবেদনে। অন্তত, পাঠক হিসেবে পড়তে গিয়ে এই অনুভবে পৌঁছাই। পুরুষ মানুষের প্রতিবেদনের সাথে নারীর প্রতিবেদনের পাঠ, জীবন অভিজ্ঞতার কতই যে খুঁটিনাটি উপস্থাপিত হয় তার-ই আলোকপাত রয়েছে এই নিবন্ধের প্রতিবেদনে। লেখিকা একজন নারী হয়েও মেয়ে মানুষের জগৎ ও বীক্ষণকে কত ভাবেই যে দেখেছেন; নারীর কতই যে না বলা কথাকে দ্বিধাহীন ভাবে উপস্থাপন করেছেন, এই নিবন্ধে তার-ই এক ভিন্ন পাঠের প্রতিক্রিয়া রয়েছে।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID :  tirj/January23/article-25

Page No :  230-237

Published In :Volume 3, Issue 1

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License