Published Paper Details:

KAMAL KUMAR MAJUMDARER GOLPE PREM BOICHITRA.

DEBANGGANA BISWAS

কমলকুমার মজুমদার, প্রেম, ভিন্নধারা, বৈচিত্র্য, সমকাম, নারী জীবন, একাকিত্ব, বাতসল্য-প্রেম।

কমলকুমার মজুমাদার বাংলা সাহিত্যে এক ভিন্ন ধারার কথাশিল্পী। তাঁর রচনায় আমরা প্রেম, মনোস্তত্ত্ব, রাজনীতি, সামাজিক বৈষম্য থেকে শুরু করে সমকাম, বিকৃত যৌনতা– সব ধরনের বিষয়েরই অবতারণা পেয়ে থাকি। তবে যদি কমলকুমারের কথাসাহিত্যে প্রেমের বৈচিত্র্যের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাব, তিনি প্রেমকে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে দেখতে চেয়েছেন। কখনো তা কৈশোরের প্রেম, কখনো এক সৈনিকের জীবনের প্রেমের গল্প, কখনও এক নারীর জীবনের ভালোবাসার গল্প, আবার কখনওবা তা শুধুই এক বৃদ্ধের একটি শিশুর প্রতি বাৎসল্য স্নেহের ভালোবাসার রূপধারণ –এরকম একাধিক বিষয়কে কেন্দ্র করে কমলকুমারের গল্পে প্রেম উঠে এসেছে। তিনি সমাজের বিভিন্ন পরিস্থিতির মধ্যে তাঁর গল্পের চরিত্রদের স্থাপন করেছেন এবং সেইসঙ্গে চেষ্টা করেছেন তাদের জীবনে ভালোবাসার রূপটি ঠিক কীরকম হতে পারে, তাই ব্যাখ্যা করতে। তবে, কমলকুমার বরাবরই এক স্বাতন্ত্র্যের নাম। তাঁর ভাষা, বাক্যগঠন, শব্দচয়ন- তাঁকে তাঁর সমসাময়িক কথাসাহিত্যকদের থেকে অনেকাংশেই স্বতন্ত্র্য করে তোলে। ফলে তাঁর গল্পগুলিতে প্রেমের প্রকাশও ভিন্ন। চরিত্রদের বাচনভঙ্গি, তাদের অনুভব অনুভূতির কথা বুঝে ওঠাও খানিক কষ্টসাপেক্ষ। তিনি গল্পগুলিতে বিষয় নির্বাচন থেকে শুরু করে ভাষার ব্যবহার– সবকিছুর মধ্যেই রেখেছেন চরিত্রের মনোস্তাত্ত্বিকতার প্রকাশ। মনস্তত্ত্বের উপর নির্ভর করে কীভাবে একটি মানুষ তার সম্পর্কের শিকড় সন্ধান করে, কী করে নীতিবোধের উপর জয়লাভ করে প্রেমবোধ, কেমন করে দীর্ঘ একাকিত্ব মানুষের মনে প্রেমের আকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলে, এই সবকিছু নিয়েই কমলকুমারের গল্পে প্রেমের বৈচিত্র্য স্থাপিত হয়েছে।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj/ April23/article-14

Page No : 102-111

Published In :Volume 3, Issue 2

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License