Published Paper Details:
NAKSHAL ANDALANER PREKKHITE MAHASWETA DEVIR ‘HAJAR CHURASHIR MAA’ : AKTI PARJALOCHANA.
JOYDEV SINGHA
মহাশ্বেতা দেবী, নকশালবাদ, অসহিষ্ণুতা, দারিদ্র্য, সমাজ ব্যবস্থা।
ভারতবর্ষের খ্যাতিসম্পন্ন সাহিত্যিক সত্তা 'কর্মী-লেখকʼ (activist writer) মহাশ্বেতা দেবী। যাকে বিচার করতে গেলে সমকালীন রাজনৈতিক-সামাজিক-পারিবারিক পরিপ্রেক্ষিতের বিচার ও বিশ্লষণ অনিবার্য হয়ে পড়ে। কারণ সমাজ ও রাজনীতির এই ক্রিয়া-প্রতিক্রিয়ার আবর্তে তাঁর নিজস্ব জীবনদর্শনটি গড়ে উঠেছে। সমাজ সচেতন কথাশিল্পী বলেই তাঁর লেখালেখিতে ফুটে উঠেছে কৃষক থেকে তেভাগা ও নকশাল আন্দোলনের মতো গণমুক্তির লড়াই। সাধারণ আদিবাসী জনজাতির অধিকার আদায়ের লড়াইয়ে থেকেছেন সচেষ্ট। ফলে রচিত হয়েছে রাজনীতি আশ্রিত ও আদিবাসীকেন্দ্রিক উপন্যাস। কিছু আলোচিত উপন্যাস লেখেন, 'আঁধার মানিকʼ, ‘কবি বন্দ্যঘটী গাঞির জীবন ও মৃত্যু’, ‘হাজার চুরাশির মাʼ। ‘হাজার চুরাশির মাʼ উপন্যাসে রাজনীতি এসেছে পূর্ণ অবয়বে, যেখানে রাজনীতির অন্ধকার দিকগুলিকে তিনি উপন্যাসের শৈলীতে তুলে এনেছেন। কল্পনার সঙ্গে সমসাময়িক সমাজ বাস্তবতার সমন্বয় ঘটিয়েছেন। ফলে উপন্যাস হয়ে উঠেছে উপভোগ্য সেইসঙ্গে সাব-অলটার্ন হিস্ট্রির দরকারি দালিলিক শিল্পকর্ম। এ সময় তাঁর ব্যক্তিগত জীবন-সাহিত্য ও দর্শনের নতুন দিক উন্মোচিত হয়।
Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL
Paper ID : tirj/ April23/article-20
Page No : 141-144
Published In :Volume 3, Issue 2
DOI (Digital Object Identifier) :
E ISSN : 2583-0848