Published Paper Details:

KHAN PALAGAN : UTTARBANGER ANANYA LOKONATTYA.

ARIJIT PAL

খন পালাগান, উত্তরবঙ্গ, দিনাজপুর, রাজবংশী, লোকনাট্য, শাস্ত্রীয় খন, খিসা খন। 

আলোচ্য প্রবন্ধে উত্তরবঙ্গের গ্রামীণ লোকনাট্য খন পালাগান সম্পর্কে আলোচনা করা হয়েছে। খন পালাগান প্রকৃত অর্থে এক ঐতিহ্যবাহী গ্রামীণ লোকনাট্য। এটি উত্তরবঙ্গের এক চিরায়ত লোকসাংস্কৃতিক আঙ্গিক। মানুষের সমাজ সভ্যতার বিকাশে যে কৃষিসম্পর্ক, তার উর্বরতা শক্তি এবং তাকে কেন্দ্র করে প্রচলিত যে আচার-অনুষ্ঠান, সেগুলির মধ্যে কিছু আনন্দঘন পরিবেশ খুঁজে পাওয়া যায়। এই পরিবেশগুলির মধ্যে নাট্যগুণ থাকে, যেগুলিকে কৃষিজীবী মানুষেরা লোকনাট্য রূপে পরিবেশন করেন। খন পালাগান এ ধরনেরই এক লোকসাংস্কৃতিক সংরূপ। খন পালাগানে উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের মানুষদের হৃদয়ের আকুতি ফুটে ওঠে। অন্যদিকে তাঁদের বেঁচে থাকার লড়াই ও সংগ্রামের কাহিনী, আচার, রীতিনীতি, সংস্কার ইত্যাদি বিষয়ও এই পালাগানের মধ্য দিয়ে প্রকাশিত হয়। কৃষিভিত্তিক সমাজের ‘ফার্টিলিটি কাল্ট’ থেকে লোকায়ত সমাজে উৎসব-আচার-অনুষ্ঠান ইত্যাদির প্রয়োগ হয়ে থাকে। সেই সব আচারগত কার্য করতে গিয়েই রাজবংশী সম্প্রদায়ের মানুষদের ভাবনায় একটি নাট্যের রূপ চলে আসে, যা পরিণতি পায় খন পালাগানে। রাজবংশী সমাজের খণ্ড খণ্ড জীবনের এক-একটি কোলাজই হল খন পালাগান। এই প্রবন্ধে খন পালাগানের নামকরণ, ইতিহাস, উপস্থাপনা এবং খন পালাগানের প্রকারভেদ শাস্ত্রীয় খন ও খিসা খন সম্পর্কে আলোচনা করা হয়েছে।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj/ April23/article-30

Page No : 228-235

Published In :Volume 3, Issue 2

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License