Published Paper Details:

 BOUDDHYA DHARMER SANGSKRITIK BHUGOL, AADI MADHYKALIN BANGYA : AKTI PRATNYA TATYIK SAMIKKHA.

AFTAB MANSUR

বৌদ্ধধর্ম, সাংস্কৃতিক ভূগোল, প্রত্নতত্ত্ব, পুরাতন ভূ-ভাগ, নবীন ভূ-ভাগ, ব-দ্বীপ, পুন্দ্র-বরেন্দ্র, রাঢ়, বঙ্গ-বঙ্গাল ও সমতট-হরিকেল।

ইতিহসের পটভূমিকায় প্রাকৃতিক ভূগোল ও মানব ভূগোলের একটি জটিল সংমিশ্রণ আর এই সংমিশ্রণকেই একটি নির্দিষ্ট ধর্মের দৃষ্টিকোণ থেকে দেখার প্রয়াসই এই নিবন্ধের মূল উপজীব্য বিষয়। আর ধর্মের উপস্থিতি সেই ভৌগোলিক অবস্থান কে এক নতুন দৃষ্টিকোণের প্রেক্ষাপটের জন্ম দেয়, যেখানে মানুষের ব্যবহারিক জীবনের বীজ নিহিত থাকে। অর্থাৎ বৌদ্ধধর্মের উপস্থিতি প্রাচীন বঙ্গের ভূগোলকে এক নতুন পরিমণ্ডল প্রদান করেছে। যেমন কোন ভৌগোলিক  অঞ্চলের নির্দিষ্ট ভূখণ্ড নামহীন বা অপরিচিত থাকলেও সেখানে ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপিত হলে সেই ভূভাগ শুধুমাত্র আঞ্চলিক স্তরেই নয় বৃহৎ ভৌগোলিক স্তরেও পরিচয়ও লাভ করে। যেমন- বোধগয়া ও নালন্দা বৌদ্ধধর্মের ভিত্তিভূমি হওয়ার পূর্বে নামগন্ধহীন স্থান ছিল বা তার ভৌগোলিক অস্তিত্বের কথা এক সময় অজ্ঞাত ছিল। কিন্তু বৌদ্ধধর্মের পীঠস্থান হওয়ার সঙ্গে সঙ্গে উভয় স্থান দুটি শুধুমাত্র আঞ্চলিক ভাবে নয় বরং বৃহৎ ভৌগোলিক  অঞ্চল হিসাবে পরিচিতি লাভ করে এবং নিজ দেশের বাহিরেও ধর্মীয় ও ভৌগোলিক পরিচিতি পেতে শুরু করে। অর্থাৎ প্রাকৃতিক ভূগোল, মানব ভূগোল ও ধর্মীয় ভূগোলের জটিল অথচ পারস্পরিক সম্পর্ক তুলে ধরার প্রয়াস করাই এই গবেষণামূলক নিবন্ধের মূল উদ্দেশ্য।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj/ April23/article-42

Page No : 328-337

Published In :Volume 3, Issue 2

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License