Published Paper Details:

DESH VAG O CHINNYAMUL MANUSH : NIRBACHITO  BANGLA CHOTOGOLPER ALOKE.

 SUSMITA BANERJEE

দেশভাগ, উদ্বাস্তু, পুনর্বাসন, এন আর সি, রিফিউজি, ডি ভোটার।

স্বাধীনতার নামে ১৯৪৭ সালের দেশভাগ বাঙালির জীবনে এনেছিল ঝড়ের বার্তা। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের আর্থসামাজিক ও রাজনৈতিক সবচেয়ে সংকট ছিল ধারাবাহিক দাঙ্গা, যার ফসল এই দেশভাগ ও ছিন্নমূল সমস্যা। ধর্মের ভিত্তিতে দেশভাগ ও দাঙ্গার প্রভাবে ভারত ও পাকিস্তানের সংখ্যালঘু মানুষ ছিন্নমূল উদ্বাস্তু জীবনকে বেছে নিতে বাধ্য হয়েছিল। দেশভাগের ফলে বহু প্রজন্মের বাসভূমি থেকে যাঁরা উৎখাত হলেন এবং পূর্ব পাকিস্তান থেকে চরম বিপন্ন অবস্থায় আশ্রয়ের খোঁজে পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরায় পাড়ি দিয়েছিলেন যে প্রতিশ্রুতির ভরসায় প্রব্রজন ও পুনর্বাসনের নতুন বাস্তবে ছিন্নমূল বাঙালিদের সে বিশ্বাস অচিরেই ভেঙ্গে খান খান হয়ে যায়। শুরু হয় দুঃসহ জীবন অভিযানের মধ্যে দিয়ে আবার পরিচয় তৈরি করার লড়াই। যে লড়াই সময়ের সঙ্গে সঙ্গে ভিন্ন আদলে ভিন্ন ভিন্ন নামে এসে হাজির হয়েছে। তবে এ সব সমস্যার পেছনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব রয়েছে দেশভাগের। তাইতো আজও আমাদের কখনও কখনও নিজের দেশ কোনটি তাঁর উত্তর দিতে বিভ্রান্তিতে পড়তে হয়। স্বভাবতই এই বিপন্ন সময়ের ক্ষত সাহিত্যকেও ছুঁয়ে গেছে। বাংলা সাহিত্যেও দেশভাগ ও তাঁর পরবর্তী পরিস্থিতি অনেকটা জায়গা জুড়ে আছে। আর এই বিপন্ন সময়ের আত্মকথাকে তুলে ধরতে বাংলা কথাসাহিত্যের ছোটগল্পের শাখাটিও বেশ জোড়ালো। সাম্প্রতিককালের লেখা বহু ছোটগল্পে দেশভাগ ও দেশত্যাগের সৃষ্ট সমস্যাকে বিষয় হিসাবে গ্রহণ করা হয়েছে। এই নিবন্ধে কয়েকটি নির্বাচিত গল্পের আলোচনার মাধ্যমে এই সমস্যা ও সমস্যাজনিত সংকটকে বুঝে উঠার চেষ্টা করব।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj April23/article-7

Page No : 45- 51

Published In :Volume 3, Issue 2

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License