Published Paper Details:

ADHUNIK BHARATER SHIKKHAY VIDYASAGARER BHABNA.

আধুনিক ভারতের শিক্ষায় বিদ্যাসাগরের ভাবনা

 PRANAB KUMAR MAHATA

রেনেসাঁ, নারীশিক্ষা, সংস্কার, গণশিক্ষা, শিক্ষাদান, কর্মসংস্থান, আধুনিক, মূল্যায়ন, যুক্তিনির্ভর

ঊনবিংশ শতাব্দীর একজন প্রধান শিক্ষাবিদ, দার্শনিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি শিক্ষা সংস্কারের মধ্য দিয়ে সমাজ সংস্কারের কথা ভেবে ছিলেন। শিক্ষার উপর অধিক জোর দিয়ে নানা গঠনমূলক পরিকল্পনা নেন। বিদ্যালয় পাঠ্যের উপযোগী বাংলা ভাষায় পাঠ্যপুস্তক রচনা করার পাশাপাশি নারী শিক্ষার জন্য অনেক অবৈতনিক বিদ্যালয় শুরু করেছিলেন। তিনি প্রথম একমাত্র মানুষ বুঝেছিলেন যে নারীশিক্ষার দ্বারা বাঙালি জাতির অগ্ৰগতি সম্ভব। তাই নারী শিক্ষার উন্নতি সাধনে নারীদের জন্য পৃথক অবৈতনিক বিদ্যালয়ের ব্যবস্থা করেন। তাঁর শিক্ষা চিন্তার নানা প্রতিফলন আমরা পাই তাঁর বিভিন্ন শিক্ষামূলক কর্মকাণ্ডে। তৎকালিন সময়ে যেসব শিক্ষানীতির উপর জোর দিয়েছিলেন বা করতে চেয়েছিলেন সেগুলির কাছে বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থা অনেকটাই ঋণী।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj/July/22/article-12

Page No : 115 -121

Published In :Volume 2, Issue 3, July 2022

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License