Published Paper Details:

‘HALDE GOLAP’, LINGA TATTYA O PATHAKER ANTYAMANAN CHETANA.

DR. MRIDUL GHOSH

হলদে গোলাপ, এল জি বি টি, যৌন চেতনা, মনন, অনিকেত, আইভি, দুলাল, পরি, সোমনাথ

‘সমাজের শরীর ও শরীরের সমাজতত্ত্ব নিয়ে দুঃসাহসিক উপন্যাস হলদে গোলাপ’। লিঙ্গ পরিচয়ের সমস্যা ও তত্ত্বের বাস্তবায়নে লেখক স্বপ্নময় চক্রবর্তী কাহিনীতে জীবনের বহুকৌণিকতার আসাধারণ পরিচয় দিয়েছেন। নৃবিজ্ঞান, সমাজতত্ত্ব, শারীর বিজ্ঞান, মনস্তত্ত্ব, প্রজনন বিদ্যার সঙ্গে মিথ পুরাণের মিশ্রণে সমাজ মানসের বিশিষ্ট মানসিকতা তুলে ধরেছেন। কাহিনী বয়নের অসামান্য গুণে চরিত্রের মনস্তত্ত্ব প্রকাশে দক্ষতা দেখিয়েছেন। প্রসঙ্গত এসেছে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্স জেন্ডার তত্ত্বের বাস্তব চিন্তা ভাবনায় বিশ্বাসী মানুষদের কথা। অনিকেত বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাজের মাসির ছেলে দুলাল বহিরঙ্গে পুরুষ হয়েও অন্য এক পুরুষ লছমন যাদবের সঙ্গে নথ ভাঙ্গার অনুষ্ঠানে যেতে দ্বিধা করে না। দুলালের ছেলে মন্টু সমকামী। সে স্কুল থেকে ছেলে বন্ধুকে এনে ঘরের দরজা বন্ধ করে দেয়। আইভি মেয়ে হলেও স্বভাব ও মানসিকতায় পুরুষ। বিকাশ পারমিতাকে ভালোবাসলেও তাঁদের দত্তক ছেলে নীলের আচরণে স্বাভাবিক মানুষের মতো নয়। হিজড়েদের কাউন্সিল ক্লাবে দাড়ি গোঁফ ওয়ালা পরিমল এর আচরণ সমকামী মেয়েদের মতো। তাই তৃপ্তির মতো মেয়েকে পরিমল কাছে পেতে চায়। সোমনাথ বন্দোপাধ্যায়ের ‘মানবী’ হওয়ার রহস্য কথায় তত্ত্ব ও বিজ্ঞানের বিচিত্র সমাবেশ। সমকামী মেয়ে, সমকামী পুরুষ, উভয়লিঙ্গে আকৃষ্ট নারী-পুরুষ, যৌন লক্ষণহীন নারী বা পুরুষদের জীবন কীভাবে স্বাধীন পথে অগ্রসর হতে পারে তারই মনোমুগ্ধকর কথাবিন্যাস এই উপন্যাস। এই গবেষণামূলক প্রবন্ধে উল্লিখিত তত্ত্ব সমুহের বাস্তবায়নে পাঠক মনন কীভাবে আন্দোলিত হয়েছে তা বিশ্লেষণ করব।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : irj/ July 22/article-18

Page No : 161–172

Published In :Volume 2, Issue 3, July 2022

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License