Published Paper Details:

ATIN BANDYOPADHYAYER UPANNYASHE SWADHINATA O DESH BHAGER PRABHAB.

অতীন বন্ধ্যোপাধ্যায়ের উপন্যাসে স্বাধীনতা ও দেশভাগের প্রভাব

DILRUBA KHATUN

অতীন বন্ধ্যোপাধ্যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারতছাড়ো আন্দোলন, সমুদ্র মানুষ, নেতাজীর দেশত্যাগ

ঔপনাসিক অতীন বন্ধ্যোপাধ্যায়ের জন্ম ১লা অক্টোবর, ১৯৩৪ খ্রিস্টাব্দে ঢাকা জেলার তাইনাদি গ্রামে। লেখক হিসেবে তাঁর আবির্ভাব বিগত শতাব্দীর পঞ্চাশের দশকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিঘাত, ভারতছাড়ো আন্দোলন, মন্বন্তর, দাঙ্গা, দেশভাগ, স্বাধীনতা ও উদ্বাস্তু সমস্যা– এইসবই চল্লিশের দশকের ঘটনা। লেখকের শৈশব ও কৈশোর অতিবাহিত হয়েছে ঐসব রাষ্ট্রীয় বিপর্যয়ের মধ্য দিয়ে। শুধু তাই নয়, যারা দাঙ্গা, দেশভাগ ও উদ্বাস্তু সমস্যার প্রত্যক্ষ শিকার হয়েছিলেন লেখক নিজে তাঁদের মধ্যে একজন। শৈশব যেমন তিনি নিস্তরঙ্গ পল্লি-জীবনকে প্রত্যক্ষ করেছেন, তেমনি চোখের সামনেই সেই নিস্তরঙ্গ পল্লি-জীবনের উপর দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গার ভয়াবহ ঝড়ও বয়ে যেতে দেখেছেন। ১৯৪৭ খ্রিষ্টাব্দে দেশভাগ হয়ে গেলে কিশোর অতীন বন্ধ্যোপাধ্যায় পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে জন্মভূমি পরিত্যাগ করে ১৯৪৮ খ্রিষ্টাব্দে বর্তমান পশ্চিমবঙ্গে চলে আসেন। বিভিন্ন উদ্বাস্তু শিবিরে অস্থায়ীভাবে কিছুদিন বসবাসের পর তাঁরা বাসা বাঁধেন বর্তমান মুর্শিবাদ জেলার কাশিমবাজারের নিকটবর্তী মণীন্দ্র কলোনিতে। উদ্বাস্তু পরিবারের সদস্য হিসেবে অর্ধাহারে বা অনাহারে তাঁর কৈশোর ও যৌবনের প্রথম দিকটি অতিবাহিত হয়।

JOURNAL : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj/July/22/article-35

Page No : 314–323

Published In :Volume 2, Issue 3, July 2022

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License