Published Paper Details:

 ASTHIR RAJNAITIK SAMAY PARBE BORAK-KUSHIYARAR NIRBACHITA GALPE SAMAJ BASTABATA.

অস্থির রাজনৈতিক সময়পর্বে বরাক-কুশিয়ারার নির্বাচিত গল্পে সমাজ বাস্তবতা

KOHINUR ISLAM

দেশভাগ, জাতিগত দাঙ্গা, ভাষার আগ্রাসন, অস্থির রাজনৈতিক সময়, নাগরিকত্বের প্রমাণ, বঙ্গাল খেদা আন্দোলন

বরাক উপত্যকায় বাংলা সাহিত্য চর্চা শুরু হয় কাছাড়ি রাজাদের আমল থেকে। তাদের রাজ্যশাসনের ভাষা ছিল বাংলা। চিঠিপত্র দলিল-দস্তাবেজ সবকিছুই বাংলা ভাষায় লেখা হত। স্বাধীনতার পর থেকেই অসমিয়া আগ্রাসনের শিকার বাঙালিরা। আসামে বহিরাগত তকমা নিয়ে তারা বসবাস করছে, নিজ দেশেই বাঙালি এখনো পরাধীন। তাই তাদেরকে এখনো নাগরিকত্বের প্রমাণ দিতে হয়। উগ্র অসমীয়া আগ্রাসনের প্রভাবে ব্যতি-ব্যস্ত মানুষের কথা নিয়ে সৃজনশীল গল্পকারেরা তাদের সাহিত্যের তরী পূর্ণ করে তুলেছে। এক জ্বলন্ত উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে যাদের সামাজিক-রাজনৈতিক সত্তা এই আত্মিক জিজ্ঞাসার সম্মুখীন হয়েছিল, আশির দশকের সেই লেখকদের আত্মপ্রত্যয়ী লেখনীই এমন সব গল্পের জন্ম দিয়েছে যেখানে ভৌগোলিক সীমানার গণ্ডি পার করে পাঠক হৃদয়কে এক অন্যমাত্রার সন্ধান দেয়। তাদেরই নির্বাচিত কিছু গল্পে সমাজ বাস্তবতা আলোচ্য বিষয়।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj/July/22/article-48

Page No :  436 -442

Published In :Volume 2, Issue 3,  July 2022

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License