Published Paper Details:
NARAYAN GANGAPADHYAER CRIRA KENDRIK GOLPE SHISH MANASTATTYA : PRASANGYA ‘CRICKETAR TENIDA’ O ‘GHUTE PARAR SEI MYACH’.
PRIYANKA MAITRA
নারায়ণ গঙ্গোপাধ্যায়, ক্রীড়া, শিশু, মন, মনস্তত্ত্ব, মুক্তি, আনন্দ।
ক্রীড়া ও শিশু জীবন একে অপরের পরিপূরক। শিশুর নির্বাচিত খেলায় নিয়ম-নীতি অপেক্ষা বিশুদ্ধ আনন্দলাভ অধিক প্রাধান্য পায়। এই শিশু মনকে মাথায় রেখেই বাংলা সাহিত্যে বিভিন্ন সময়ে বিভিন্ন সাহিত্যিকের হাত ধরে উঠে এসেছে বহু শিশু-কিশোর চরিত্রেরা। যার মধ্যে অন্যতম নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা চরিত্রটি। নারায়ণ গঙ্গোপাধ্যায় অসামান্য দক্ষতার সঙ্গে বেশ কিছু গল্পে ক্রীড়া বিষয়টিকে যুক্ত করে ক্রীড়ার মাধ্যমে শিশুমনের অপার আনন্দকে অনুসন্ধানের চেষ্টা করেছেন। আজকের বিশ্বে মাঠের অভাব ও ক্রমশ গৃহবন্দী মানসিকতায় শিশু মন হারিয়ে যেতে বসেছে। একমাত্র ক্রীড়াই পারে শিশুকে তার নিজস্ব জগত ফিরিয়ে দিতে। তাই মূল প্রবন্ধে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের 'ক্রিকেটার টেনিদা' ও 'ঘুঁটেপাড়ার সেই ম্যাচ' গল্প দুটি অবলম্বনে আমরা সেই শিশু মনস্তত্ত্বকে তুলে ধরার চেষ্টা করব।
Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL
Paper ID : tirj/ April23/article-15
Page No : 112-116
Published In :Volume 3, Issue 2
DOI (Digital Object Identifier) :
E ISSN : 2583-0848