Published Paper Details:

SIJHAN PARAB BAA PATHI THAPONA.

SANTOSH MAHATO

সিঝানঅ, পঁথি, থাপনা, কুড়মি।

আমার গবেষনা প্রবন্ধের নাম সিঝানঅ পরব বা পঁথি থাপনা। এই গবেষণা প্রবন্ধে সিঝানঅ পরব বা পঁথি থাপনা সম্পর্কে আলোচনা করা হয়েছে বিশদ ভাবে। একটি কথা বিশেষ ভাবে বলা যায় যে কুড়মালিতে পঁথি কথাটি ব্যবহৃত হয় তাই পুঁথির বদলে পঁথি শব্দের ব্যবহার গবেষণা প্রবন্ধে উল্লেখ করা হয়েছে। প্রথমে সিঝানঅ পরব বা পঁথি থাপনা কখন ও কেন পালন করা হয় তা আলোচনা করা হয়েছে। তারপরে সিঝানঅ পরব বা পঁথি থাপনা সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করা হয়েছে। এরপর পরবর্তীকালে সিঝানঅ পরব বা পঁথি থাপনা সংস্কৃতির নামকরণ নিয়ে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। এরপর কোন এলাকার এবং কোন জনগোষ্ঠীর মানুষজন মূলত এই উৎসব বা সংস্কৃতি পালন করে আসছে তা আলোচনা করা হয়েছে। তারপরে এই উৎসবে বা সংস্কৃতিতে কী কী পালনীয় নেগাচার রয়েছে সেগুলো আলোচনা করা হয়েছে। এরপর ধারাবাহিক ভাবে কী কী উপকরণ সামগ্রী দিয়ে পালন করা হয় এবং কি কি রীতি-নীতি আছে তা আলোচনা করা হয়েছে। আর যে স্তুতি নিবেদন করা হয় এই উৎসব বা সংস্কৃতিতে তা উল্লেখ করা হয়েছে। এরপর এই উৎসব বা সংস্কৃতির বৈজ্ঞানিক তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়েছে।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID : tirj/ April23/article-31

Page No :  236-240

Published In :Volume 3, Issue 2

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License