Published Paper Details:

NIRBACHITO AADHUNIK BANGLA KOBITAY SHISHU PRASANGYA : ADHIKAR THEKE RAHASYALPK.

JAYANTA PAUL

নবজাগরণ, সমাজ, অভিভাবক, সনদ, নিরাপত্তা, জড়, চৈতন্য, মনোজগত।

শিশুকে নিয়ে শিশুর স্বাধীন বিকাশের গুরুত্ব নিয়ে ভাবনাচিন্তা অপেক্ষাকৃত আধুনিক কালের। নবজাগরণেরই পর সারা বিশ্বে এ নিয়ে একটা আলোড়ন তৈরি হয়। শিশুকে অভিভাবক এবং সমাজ উভয়ের কাছেই যে নির্যাতন সহ্য করতে হয় তা থেকে তাকে উদ্ধারের জন্য আন্তর্জাতিক স্তরে সনদ পেশ করা হয়। আধুনিক বাংলা কবিতা রবীন্দ্রনাথের ‘শিশু’ ও ‘শিশু ভোলানাথ’-এর পর অনেক দূর হেঁটেছে। শিশুর শিক্ষা, শারীরিক মানসিক নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে তারা কবিতা লিখেছেন। আবার শিশুর আধ্যাত্মিক গুরুত্বের মূল অনুসন্ধানের জন্য আমরা প্রখ্যাত মনোবিদের শিশুর মনোজগৎ নিয়ে গবেষণার দ্বারস্থ হয়েছি। সেখান থেকে জড় ও চৈতন্যের দ্বান্দ্বিকতার সূত্রে এক চৈতন্যময় জগত অনুমিত হয়েছে যাতে শিশু ওতপ্রোতভাবে জড়িত। বাংলা কবিতাতেও এই শিশুকেন্দ্রিক অধ্যাত্মবাদ নানাভাবে রসময় মূর্তি লাভ করেছে।

Journal : TRISANGAM INTERNATIONAL REFEREED JOURNAL

Paper ID :  tirj/ April23/article-35

Page No : 267-275

Published In :Volume 3, Issue 2

DOI (Digital Object Identifier) : 

E ISSN : 2583-0848

Creative Commons Attribution 4.0 International License